সকাল ১১:২৮ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফেনী সাংবাদিক ফোরামের ইফতার বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৫

ঢাকায় অবস্থানরত ফেনী জেলার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া।

সংগঠনের সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের সঞ্চালনায় ইফতার আয়োজনটি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শহিদ উদ্দিন, সিপিডির সম্মানিয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদোয়ান হোসেন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জসিম উদ্দিন, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী আলাউদ্দিন, রাজনৈতিক বিশ্লেষক রিন্টু আনোয়ার, কানাডা প্রবাসী বিএনপি নেতা ও মানবাধিকার কর্মী হুমায়ুন কবির পাটোয়ারী, রোম কর্পোরেশনের চেয়ারম্যান দিদারুল আলম মজুমদার, সিনিয়র সাংবাদিক কাজী রফিক প্রমুখ।

ফেনী সাংবাদিক ফোরামের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোতাহার হোসেন মাসুম এবং তানভীর আলাদিন, বর্তমান সহ সভাপতি আহমদ সরোয়ার হোসেন এবং জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান রাজু, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন ফয়সল, সাংগঠনিক সম্পাদক ইয়াম হাসান সোহেল, নির্বাহী সদস্য হুমায়ুন কবির জনি ও কেফায়েত শাকিল।

ইফতারের আগে দেয়া বক্তব্যে বক্তারা ফেনীর উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় জানান। ফেনীতে মেডিকেল কলেজ এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি উল্লেখ করে অবিলম্বে এ ব্যাপারে সরকারি পদক্ষেপ দাবি করেন বক্তারা। পরে কবি এরশাদ মজুমদারসহ ফোরামের প্রয়াত সাবেক সদস্য ও উপদেষ্টাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *