সকাল ১১:৩৪ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফেনী ফোরাম ঢাকার ইফতার ঢাকাস্থ ফেনীবাসীর মিলনমেলায় পরিণত

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ  ২০২৫

 

ফেনী ফোরাম ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ঢাকাস্থ ফেনীবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইজ্ঞিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত  ইফতার মাহফিলে ফেনীর বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়ী, পেশাজীবিসহ সর্বস্তরের মানুষ অংষগ্রহণ করেন।

ফোরামের সভাপতি কবির আহমদ এর সভাপতিত্বে এবং ফোরামের সেক্রেটারি ডাঃ ফখরুদ্দিন মানিক এর পরিচালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলার সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াত আমীর মুফতি আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলার নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, অতিরিক্ত সচিব খোরশেদ আলম, ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদুল হক, সহ-সভাপতি এডভোকেট এসএম কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, এডভোকেট জসিম উদ্দিন তালুকদার, দিদারুল আলম মজুমদার, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মেজবাহ উদ্দিন সাঈদ, নুরুল করিম প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ এম আব্দুল্লাহ, বিশিষ্ট কবি জাকির আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম ভূঁইয়া, মোঃ মর্তুজা, ফেনী ক্লাবের সভাপতি জহির উদ্দিন আলমগীর, ফোরামের সহকারি সেক্রেটারি ইব্রাহিম বাহারি, মনির উদ্দিন মনি, রাশেদুল হাসান রানা, ড. মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সব অঞ্চলের ন্যায় ফেনী বাসীকে আরও সচেতন হতে হবে। জনগণ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আর সেই নির্বাচনে এবার ফেনীর সব কটি আসন থেকে জামায়াত ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। তিনি বলেন, যেহেতু মানুষ এবার একটি পরিবর্তন চায় তাই সেই চাওয়াকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, শুধু ঢাকায় বসে থেকে রাজনীতি বা এরকম ইফতার মাহফিল করলে হবে না। ফেনীর জনগণকে নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করতে হবে। আমাদের অর্থের প্রয়োজন আছে। তবে তার থেকেও জনশক্তি আমাদের বেশি প্রয়োজন। যারা ঢাকায় আছি তারা সপ্তাহে অন্তত একদিন যেন এলাকায় গিয়ে খবরাখবর রাখি। এলাকার সংগঠনের খোজ নিতে হবে। শুধুমাত্র এলাকার মানুষ খবর নিবে এমনটির আসায় বসে থাকবে হবে না। তিনি বলেন, মানুষ এবার পরিবর্তন চায়। সেটিকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের সব্বোচ্চ ত্যাগের পরীক্ষা দিতে হবে। তিনি ঢাকাস্থ ফেনীবাসীকে আরও ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর মুফতি আব্দুল হান্নান বলেন, নির্বাচন খুবই সন্নিকটে। আমাদের সম্ভাব্য প্রার্থীগণ এলাকায় কাজ করছেন। তবে সেটিকে আরও বেগবান করতে হবে। সেজন্য ঢাকাস্থ ফেনীবাসীকে আরও বেশি বেশি কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, শুধু সংসদ নির্বাচন নয়, উপজেলা থেকে শুরু ইউনিয়ন পৌরসভা নির্বাচনেও আমাদের প্রার্থীদের তালিকা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনে যেমনীভাবে শারীরিকভাবে উপস্থিতি ও কাজ করার বিষয় থাকে তেমনী আর্থিক বিষয়াদিও রয়েছে। জামাযাতে ইসলামী যাতে ফেনীর প্রতিটি মানুষের কাছে সংগঠনের দাওয়াত নিয়ে যেতে পারে সেজন্য আর্থিক সাপোর্ট আরও বেশি প্রয়োজন। এক্ষেত্রে ঢাকাস্থ ফেনী বাসীকে আরও এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *