বিশেষ সংবাদদাতা
২১ জানুয়ারি ২০২৫
প্রথম দুই ম্যাচ জিতেই ফেডারেশন কাপের কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছিল আবাহনী ও রহমতগঞ্জ। দুই ম্যাচ হাতে থাকা দুই দল ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল আজ মঙ্গলবার। জিতেছে দুই দলই।
কুমিল্লায় আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে। ময়মনসিংহে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে রহমতগঞ্জ একই ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
তিন ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ ৯ পয়েন্ট করে। গোলে এগিয়ে গ্রুপের শীর্ষে রহমতগঞ্জ। ৪ ফেব্রুয়ারি দুই দলের মুখোমুখিতে নিস্পত্তি হবে কারা হবে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ওই ম্যাচ জিততেই হবে আবাহনীকে। রহমতগঞ্জের ড্র হলেই চলবে। এই গ্রুপের সেরা হওয়ার লড়াইটা জমে থাকলো শেষ ম্যাচ পর্যন্ত।
নবাগত ইয়ংমেন্সের বিপক্ষে গোলের জন্য আবাহনীকে অপেক্ষা করতে হয়েছে ৬৫ মিনিট পর্যন্ত। এনামুল গাজী ডান দিক থেকে ইয়ংমেন্সের বক্সে ঢুকলে অবৈধ বাঁধার শিকার হন। রেফারি পেনাল্টির বাাঁশি বাজালে ইয়াসিন খান গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ৬ মিনিটের মধ্যেই আরও দুই গোল আদায় করে নেয় সাবেক চ্যাম্পিয়নরা। ৬৮ মিনিটে মুরাদ হাসান ও ৭১ মিনিটে মাহদি ইউসুফ গোল করলে আবাহনী সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।
ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে লিড নিয়ে নেয় রহমতগঞ্জ। মিশরের মিডফিল্ডার মোস্তফা গোল করার ১০ মিনিট পর স্যামুয়েল বোয়েটেং ব্যবধান দ্বিগুণ করেন। ৭০ মিনিটে মোহাম্মদ তোহা গোল করলে জয়ের ব্যবধান ৩-০ হয় কামাল বাবুর দলের।
জা ই / এনজি