রাত ৪:৪৫ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফুটবল ফেডারশনের নির্বাচন : নিরপেক্ষ নির্বাচনের জন্য ‘তত্ত্বাবধায়ক’ চাইলেন ব্রাজিল কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫

 

এখনও ব্রাজিলের সেরা ‘নম্বর নাইন’ বলা হয় কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওকে। খেলার পাট চুকিয়ে দু’বারের বিশ্বকাপজয়ী তারকা বর্তমানে লা লিগার ক্লাব রিয়াল ভায়োদালিদের মালিকানায় আছেন। এর আগে স্বদেশি ক্লাব ক্রুজেইরোর–ও মালিক ছিলেন রোনালদো। এরই মাঝে গত ডিসেম্বরে তিনি আরও বড় লক্ষ্যের কথা জানিয়েছিলেন। হতে চান ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি। কিন্তু সিবিএফের নির্বাচনী কাঠামো, প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে তার প্রশ্ন রয়েছে।

সিবিএফ, ফিফা, লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল, ব্রাজিলের প্রাদেশিক সংস্থা ও ক্লাবগুলোর কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন রোনালদো। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিনি ফিফা ও কনমেবলের তত্ত্বাবধায়ক চেয়েছেন। ফুটবল ফেডারেশনের নির্বাচনে প্রার্থী হতে হলে তাকে কমপক্ষে চারটি করে আঞ্চলিক ফেডারেশন ও ক্লাবের সমর্থন পেতে হবে।

ইলেক্টোরাল কলেজ পদ্ধতির এই নির্বাচন ২৭টি প্রদেশের ফেডারেশন, প্রাদেশিক জেলার সমন্বয়ে অনুষ্ঠিত হয়। যারা তিন স্তরের (মোট ৮১ পয়েন্ট) প্রতিযোগিতার হয়ে ভোট দেয়। এর মধ্যে রয়েছে সিরি ‘এ’র ২০ ক্লাব (প্রথম স্তর) এবং সিরি ‘বি’র ২০ ক্লাব (দ্বিতীয় স্তর)। সিবিএফের বর্তমান সভাপতি এডনাল্দো রদ্রিগেজ আবারও ফেডারেশনের শীর্ষ পদে নির্বাচন করতে চান। এখনও বেশ সময় রয়েছে তার হাতে। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ পদ্ধতিও তার–ই বানানো।

গতকাল (সোমবার) পাঠানো এক চিঠিতে উদ্বিগ্ন রোনালদো বলেছেন, ‘সিবিএফের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আমি আগেই জানিয়েছিলাম। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তার অভাব নিয়ে উদ্বিগ্ন বোধ করছি, যা কি না নির্বাচনের নিরপেক্ষতা ও বৈধতার সঙ্গে আপস করতে পারে। স্বচ্ছ নির্বাচন ভূমিকা না রাখার পাশাপাশি এই মডেল বিকল্প প্রার্থীর উত্থানকেও কঠিন (সম্ভবত অসম্ভবও) করে তুলবে। এটা স্পষ্ট যে বর্তমান আইনের অধীনে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্টের হাতে পুরো প্রক্রিয়ার ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়েছে। যা আমাদের সুষ্ঠু ও সমতাভিত্তিক প্রতিযোগিতার শর্ত থেকে দূরে সরিয়ে দেয়।’

একইসঙ্গে ফিফা এবং কনমেবলকে নির্বাচন তত্ত্বাবধান করারও অনুরোধ জানিয়েছেন রোনালদো, ‘ফিফা এবং কনমেবল যেন সরাসরি এই নির্বাচনে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে পুরো প্রক্রিয়ার অধিকতর স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেন, আমি সেজন্য অনুরোধ করছি। যাতে ফুটবলের আন্তর্জাতিক নীতিমালাও যথাযথ অনুসরণ করা হয়। পরবর্তী ক্ষমতাসীনদের প্রতি বিশ্বস্ততা তৈরি ও তা রক্ষার লক্ষ্যে আমি পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছি। ব্রাজিলিয়ান ফুটবল জনগণের সম্পদ, এটি রক্ষা করার দায়িত্বও তাদের।’

এখনও নির্ধারিত হয়নি সিবিএফ নির্বাচনের সময়। ভোটের জন্য নির্ধারিত সময় এক মাস আগেই জানিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন রোনালদো। সব পক্ষ যেন এদিক থেকে সমতাভিত্তিক আচরণ পায় তিনি এর ওপরও জোর দিয়েছেন। সাবেক তারকা ফুটবলার রোনালদোর চিঠির জবাব দিয়েছে সিবিএফ–ও। যেখানে নির্বাচনের পদ্ধতিতে পরিপূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকার দৃঢ় ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে ফিফার অনুমোদনের পর ব্রাজিলের ২৭ প্রদেশের সম্মতিতেই সেই নিয়ম প্রস্তুত করা হয় বলে জানায় সিবিএফ। এ ছাড়া নির্বাচনে স্বাধীন কমিশন কাজ করার পাশাপাশি যেকোনো বিষয় ব্যাখ্যার জন্য আহবান জানানো হয়েছে ফেডারেশনের চিঠিতে।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *