রাত ৩:২১ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফিফা নারী ফুটবল : দুই হারের পর র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৫

 

ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে বাংলাদেশের নারী ফুটবলের নতুন শুরু হয়েছে। সাফজয়ী দলের ১৮ ফুটবলার এই কোচকে বয়কটের ঘোষণা দিয়েছেন এবং বাটলারও তাদের ছাড়াই দল পরিচালনার ব্যাপারে এখন পর্যন্ত একাট্টা। ফলে সাবিনা-মাসুরাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে নতুন দল নিয়ে নেমে দুই ম্যাচেই ৩-১ গোলে হারে বাংলাদেশ। তারই ফল হিসেবে তারা এবার ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে।

আজ (বৃহস্পতিবার) নারী ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১৩৩–এ নেমে গেছে। প্রায় ৬ পয়েন্ট হারিয়ে বর্তমানে আফিদা খাতুনদের রেটিং পয়েন্ট ১০৯১.৮১। আরব আমিরাতের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ ম্যাচ দুটি খেলেছিল বাংলাদেশের মেয়েরা। উভয় ম্যাচেই প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আফিদা একটি করে গোল করে ব্যবধান কমালেও, বাংলাদেশ ৩-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশের আগমুহূর্তে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয় সাবিনা-ঋতুপর্ণা-রুপ্না চাকমারা। তারই সুবাদে তারা ৭ ধাপ এগিয়ে ১৩২ নম্বরে উঠে এসেছিল। নতুন যাত্রার শুরুতে দুটি ম্যাচেই বাংলাদেশ হোঁচট খেয়েছে। হারও দেখেছে একই ব্যবধানে। যার প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে।

নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে আছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও জাপান (তিন ধাপ উন্নতি)। তবে এক ধাপ করে পিছিয়ে পরের তিন স্থানে যথাক্রমে সুইডেন, কানাডা ও ব্রাজিলের মেয়েরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুই দেশ ভারত (৬৯) ও নেপাল (৯৯)।

এদিকে, দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে হারানো আরব আমিরাতের মেয়েরা ৪ ধাপ এগিয়ে পাঁচ ধাপ এগিয়ে ১১২–তে উঠে এসেছে। এবারের র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ করে উন্নতি হয়েছে কেনিয়া (১৪২) ও তানজানিয়ার (১৩৪)। আর তিউনিশিয়ার (৮৯) সর্বোচ্চ ১১ ধাপ অবনতি হয়েছে।

 

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *