জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ। সেই ম্যাচ উপলক্ষ্যেই মূলত বাফুফের জাতীয় দল কমিটির সভা হলেও গত ২৫ মার্চের ভারত ম্যাচ নিয়েই বেশি আলোচনা হয়েছে। জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জাতীয় দল কমিটির সভায় নানা প্রশ্নের মুখে পড়েছেন। তিনি আবার সেসব প্রশ্ন খন্ডনও করেছেন।
জাতীয় দল কমিটির সভায় একাধিক সদস্য ফাহমিদুলকে বাদ দেয়ার কারণ নিয়ে কোচকে জেরা করেছেন। অনেকে ফাহমিদুলকে ঢাকার মাঠে পুনরায় পরখ করার প্রস্তাবও দেন। কোচ তার মতো করে উত্তর দিয়েছেন। শেষ পর্যন্ত ফাহিমদুলকে তিনি দলে ডাকবেন কিনা সেটার জন্য ৩১ মে পর্যন্ত অপেক্ষা করতে বললেন আমিরুল ইসলাম বাবু, ‘২৯ মে পর্যন্ত আমাদের লিগের খেলা রয়েছে। কোচের সঙ্গে আলোচনা করে আমরা ৩১ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরুর সিদ্ধান্ত হয়েছে। সেই দিন বোঝা যাবে কোচ কাদের দলে ডাকছেন।’
১০ জুন ম্যাচের আগে বাংলাদেশ ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচের বিষয়টি নিশ্চিত হলেও প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি, ‘আমরা ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলব এটা চূড়ান্ত। দলটি ২-১ দিনের মধ্যে ঠিক হবে।’ সম্ভাব্য দল নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সুদান, সাইবেরিয়া, ভুটান রয়েছে। আমরা সুদানকে একটু এগিয়ে রাখছে। তারা এসে খেলতে চায়।’ মিডিয়া কমিটির চেয়ারম্যান সাইবেরিয়া উল্লেখ করলেও এটি আলাদা কোনো দেশ নয় এমনকি ফুটবলও কোনো জাতীয় দল নেই। রাশিয়ার একটি বিশেষ অঞ্চল সাইবেরিয়া।
ভুল করে সাইবেরিয়া উচ্চারণের মতো কানাডা জাতীয় ফুটবল দলে খেলা সামিত শোমকে একাধিকবার ‘সমির’ বলে উল্লেখ করেছেন। সামিতের ফিফার ক্লিয়ারেন্সের সঙ্গে ফাহমিদুলের ক্লিয়ারেন্সকেও একত্রিত করে সাংবাদিকদের জন্য দুর্বোধতা সৃষ্টি করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যানই যদি সাংবাদিকদের কাছে নির্ভুলভাবে তথ্য উপস্থাপন করতে না পারেন সেক্ষেত্রে গণমাধ্যমের পক্ষে ফুটবলপ্রেমীদের কাছে প্রকৃত তথ্য তুলে ধরা বেশ কষ্টসাধ্য।
মিডিয়া কমিটির চেয়ারম্যানের বক্তব্যে বাফুফে জাতীয় দল কমিটির একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে উল্লেখ করেছে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সাইবার, জার্নালিস্ট, সমর্থক অথবা অন্যান্য যে কোনো ভাবে বুলিংয়ের শিকার হলে বাফুফে কর্তৃক সে সকল খেলোয়াড়দের সর্বাত্নক সহযোগিতা করা হবে।’ সাংবাদিকরা সব সময় পেশাগত দায়িত্ব পালন করেন। খেলোয়াড়দের সাইবার বুলিংয়ের সঙ্গে জড়িত নন। এরপরও বাফুফের মিডিয়া বিভাগ থেকে বিজ্ঞপ্তিতে সাংবাদিক শব্দও জুড়ে দেয়া হয়েছে।
জাতীয় ফুটবল দলে ক্লাব কোচদের ব্যবহার নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে বিদেশি গোলরক্ষক কোচ নিয়োগের ব্যাপারে প্রস্তাব এসেছে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। এক মাসের একটু বেশি সময় এখনো বাফুফে জাতীয় দলের ম্যানেজারের নাম ঘোষণা করেনি। ফলে পেশাদার ম্যানেজার হওয়ার পরিবর্তে কোনো কর্মকর্তাই আবার অ্যাডহক ভিত্তিতে দায়িত্ব পাওয়ার সম্ভাবনাই বেশি।
শ ই / এনজি