সন্ধ্যা ৬:০০ | শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রিয়াঙ্কা, রাশমিকা, রামচরণদের ঈদের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক
০১ এপ্রিল ২০২৫

ভারতে বিভিন্ন রাজ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঈদ উদযাপন করা হচ্ছে। ঈদ আনন্দে মেতেছে দেশটির মুসলমানরা। সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। বলিউডের ভিন্ন ধর্মাবলম্বী তারকাও তাদের মুসলিম অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া, অনিল কাপুর, নয়নতারা, মাধুরী দীক্ষিতসহ অনেক তারকা জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

প্রিয়াঙ্কা, রাশমিকা, রামচরণদের ঈদের শুভেচ্ছা

প্রিয়াঙ্কা চোপড়া: বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া সব উৎসব-পার্বণেই সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের জীবনে ভালোবাসা আর আলো পাঠাচ্ছি।’

প্রিয়াঙ্কা, রাশমিকা, রামচরণদের ঈদের শুভেচ্ছা

সুস্মিতা সেন: অভিনেত্রী সুস্মিতা সেন তার অনুরাগীদের ঈদে শুভকামনা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘চাঁদ মোবারক, ভালোবাসা এবং প্রার্থনা।’

প্রিয়াঙ্কা, রাশমিকা, রামচরণদের ঈদের শুভেচ্ছা

বিজ্ঞাপন

রাশমিকা মান্দানা: দক্ষিণী সিনেমার সুপার স্টার রাশমিকা মান্দানা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, ‘আমার ভালোবাসার মানুষদের ঈদের শুভেচ্ছা। আজকের দিনটা আপনাদের জীবন হাসি, আনন্দ, ভালোবাসা এবং সুস্বাদু খাবারে ভরে উঠুক। আনন্দে থাকুন এবং অপরের প্রতি দয়াশীল হউন।’

প্রিয়াঙ্কা, রাশমিকা, রামচরণদের ঈদের শুভেচ্ছা

মাধুরী দীক্ষিত: অভিনেত্রী মাধুরী দীক্ষিত তার ইনস্টাগ্রাম স্টোরিতে ঈদের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘ঈদ মোবারক। আজকের এ বিশেষ উৎসব আপনাদের হৃদয় ভালোবাসায় এবং আপনাদের ঘর আনন্দে ভরে যাক। অন্যদিকে আপনাদের জীবনে নিয়ে আসুক সীমাহীন আশীর্বাদ।’

প্রিয়াঙ্কা, রাশমিকা, রামচরণদের ঈদের শুভেচ্ছা

নয়নতারা: দক্ষিণী সিনেমা আরেক জনপ্রিয় নায়িকা নয়নতারা। তিনি তার এক্সে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আনন্দ, খুশি ও শান্তিতে থাকুক আমার সব বন্ধুরা।’

প্রিয়াঙ্কা, রাশমিকা, রামচরণদের ঈদের শুভেচ্ছা

মহেশ বাবু: দক্ষিণী তারকা মহেশ বাবু তার অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার ইনস্টাগ্রম স্টোরিতে ঈদের ফটোকার্ড শেয়ার করেছেন।

প্রিয়াঙ্কা, রাশমিকা, রামচরণদের ঈদের শুভেচ্ছা

রামচরণ: দক্ষিণী সুপার স্টার রামচরণ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হ্যাপি রামাদান আপনাকে এবং আপনার পরিবারকে। ঈদ মোবারক।’

প্রিয়াঙ্কা, রাশমিকা, রামচরণদের ঈদের শুভেচ্ছা

অনিল কাপুর: বলিউড তারকা অনিল কাপুর তার অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ যেন আমাদের প্রার্থনা শোনেন। আমাদের ভুলত্রুটিগুলো যেন ক্ষমা করে দেন। আমাদের সবার জীবনে শান্তি, খুশি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেন।’

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *