সকাল ৬:২১ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের ৬ বিচারপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৪

 

প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগ করেছেন। আজ শনিবার দুপুরে প্রধান বিচারপতি এবং সন্ধ্যায় অন্যরা আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পদত্যাগ করা পাঁচ বিচারপতি হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো: শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
এর আগে আজ দুপুরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, সুপ্রিমকোর্ট বিল্ডিং ও রেকর্ডসমূহ রক্ষা করা এবং বিচারপতিদের শারীরিক হেনস্তা থেকে রক্ষা করতে তিনি পদত্যাগ করেছেন। তিনি আরো বলেন, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়ি-ঘর, জাজেজ টাওয়ার রক্ষা এবং জেলা জজ কোর্টগুলো রক্ষার স্বার্থে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য গতকাল শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতিসহ অন্যান্যদের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকে। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেয়া শুরু করে। তারা বিচারপতিদের দলবাজ দাবি করে পদত্যাগ করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় তারা ‘এক-দুই-তিন-চার, চিফ জাস্টিসের পদত্যাগ’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘খুনি হাসিনার বিচারপতি, মানিনা মানবো না ইত্যাদি স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন সুপ্রিতকোর্ট আইনজীবি সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমেয় নিয়োগ পাওয়া এসব দলীয় বিচারপতিদের বিদায় নিতেই হবে। এর পর থেকেই একে একে পদত্যাগ করতে থাকেন প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিরা।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সচিবালয়ে নিজ দফতরে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, পরবর্তী (প্রধান বিচারপতি পদত্যাগ) প্রক্রিয়াটা হচ্ছে আইন উপদেষ্টা হিসেবে আমার স্বাক্ষরে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দফতরে যাবে। তিনি এখন রংপুর বা সম্ভবত বিমানে আছেন, তিনি নামার পর তার সম্মতি সাপেক্ষে এটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হবে। রাষ্ট্রপতি এটা গ্রহণ করলে কার্যকর হবে। এরপর নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না।
কে হচ্ছেন নতুন প্রধান বিচারপতি জানতে চাইলে তিনি বলেন, সেটা আমরা বলব না, তবে একটা জিনিস বলব, প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব। কনসার্ন যারা আছেন তাদের সাথে কথা বলব। আমার মন্ত্রণালয় থেকে যদি এ বিষয়ে কোনো ভূমিকা রাখার থাকে, চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন মানুষকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার।
আন্দোলনকারী ছাত্রদের আপিল বিভাগের আরো কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবি ছিল, সাংবাদিকরা এই ব্যাপারে জিজ্ঞেস করলে আসিফ নজরুল বলেন, আপিল বিভাগের আরো যারা আছেন, তাদের পদত্যাগের দাবির কথা আমি শুনেছি। শুনেছি অন্যান্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে আসেনি। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ৫ জন বিচারপতি পদত্যাগ করেছেন।
এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি বলে আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র জানিয়েছে, প্রধান বিচারপতির পদত্যাগপত্র প্রেসিডেন্ট কর্তৃক গৃহীত হওয়ার পরই প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে। প্রসঙ্গত, সংবিধানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদ নেই। সাধারণত প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এ দায়িত্ব পালন করেন।

 

জা ই /এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *