ভোর ৫:০৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩০ লাখ টাকার অনুদান প্রদান কমিউনিটি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টম্বর ২০২৪

 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিএসআর তহবিল থেকে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে। আজ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীরপ্রতীকের হাতে অনুদানের ৩০ লাখ টাকার পে-অর্ডার তুলে দেন কমিউনিটি ব্যাংকের টেকসই অর্থায়ন ইউনিটের সদস্য জনাব মো. হাসনাত খান রিজভী এবং মার্কেটিং বিভাগের কর্মকর্তা জনাব দিদারুল করিম। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, জনাব মোঃ কামরুল হাসান, এনডিসি।

 

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেয়া হয়েছে বলে জানান তারা। এছাড়াও, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। এ তহবিল দিয়ে সরাসরি বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানি বিতরণে ব্যয় করা হবে।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *