সকাল ১০:৩১ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মার্চ ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ভূ-রাজনীতিতে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।

রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

এসময় নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনকে পেছানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। সংস্কারের কারণে নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই।

দেশের বর্তমান অবস্থা বিবেচনায় নির্বাচন জরুরি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সমস্যা তৈরি হলে আবারও বিএনপিকে রাজপথে নামতে হতে পারে। পাশাপাশি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের দাবি উঠতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি করবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। কিন্তু বিএনপির জনপ্রিয়তায় ছেদ করতে একটি মহল ব্যস্ত রয়েছে।

 

টি আই/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *