এনজি স্পোর্টস ডেস্ক
মেয়েদের ওয়াটার পোলোর সোনা স্পেনের, হ্যান্ডবলের সোনা নরওয়ের
মেয়েদের ওয়াটার পোলোতে প্রথমবারের মতো সোনা জিতেছে স্পেন। আজ ফাইনালে অস্ট্রেলিয়াকে ১১–৯ গোলে হারিয়েছে দলটি। ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট ৫০ সেকেন্ড আগেও স্প্যানিশরা এগিয়ে ছিল ১১–৬ গোলে, শেষ মুহর্তে ৩ গোল করলেও রুপা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।
মেয়েদের হ্যান্ডবলের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ২৯–২১ গোলে হারিয়ে সোনা জিতেছে নরওয়ে।
রিদমিক জিমন্যাস্টিকসে প্রথমবার সোনা জিতল চীন
রিদমিক জিমন্যাস্টিকসের গ্রুপ অল–অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতেছে চীন। অলিম্পিক রিদমিক জিমন্যাস্টিকসে চীনের এটিই প্রথম সোনা। একটা সময় এই খেলায় প্রাধান্য ছিল পূর্ব ইউরোপীয় দেশগুলোর। রাশিয়া সর্বোচ্চ ১০টি সোনা জিতেছে রিদমিক জিমন্যাস্টিকসে। অন্য কোনো দল একটির বেশি সোনা জিততে পারেনি। চীন আজ পেয়েছেন ৬৯.৮০০ পয়েন্ট, রুপাজয়ী ইসরায়েল পেয়েছেন ৬৮.৮৫০ পয়েন্ট। ৬৮.১০০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ ইতালির।
ডাইভিংয়ে ইতিহাস গড়ে চীনের আটে আট
প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ের শেষ সোনাটিও জিতল চীন। আজ ছেলেদের ১০ মিটার প্লাটফর্মের ফাইনালে চীনকে এবারের অলিম্পিক ডাইভিংয়ে অষ্টম সোনাটি এনে দিয়েছেন ইউয়ান কাও। এবার আট ইভেন্টের আটটিতেই সোনা জিতে ইতিহাস গড়ল চাইনিজরা গতবার টোকিওতে ও ২০১৬ সালে রিওয়ে আট ইভেন্টের মধ্যে সাতটিতে সোনা জিতেছিল চীন।
টোকিওতেও সোনা জেতা কাও আজ পেয়েছেন ৫৪৭.৫০ পয়েন্ট। ৫০৭.৬৫ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন জাপানের রিকুতো তামাই। অলিম্পিক ডাইভিং ইতিহাসে জাপানের এটিই প্রথম পদক। ৪৯৭.৩৫ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের নোয়াহ উইলিয়ামস।
পুরুষ ভলিবলে আবারও চ্যাম্পিয়ন ফ্রান্স
টোকিওর পর প্যারিসেও পুরুষ ভলিবলে সোনা জিতল ফ্রান্স। আজ ফাইনালে র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল পোল্যান্ডকে সরাসরি ৩–০ সেটে হারিয়ে সোনা জিতেছে স্বাগতিকেরা। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে অলিম্পিকে টানা দুবার সোনা জিতল ফরাসিরা। গতকাল ব্রোঞ্জের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
অবশেষে সোনা জিতলেন দোস্তাল
২০১২ সালে লন্ডনে ১টি ব্রোঞ্জ, ২০১৬ সালে রিওয়ে ১টি সোনা ও ১ রুপা, ২০২১ সালে টোকিওতে ক্যানোতে ১টি ব্রোঞ্জ জিতেছিলেন ইয়োসেফ দোসতাল। চেক প্রজাতন্ত্রের ক্যানোয়ার অবশেষে সোনার দেখা পেলেন প্যারিসে। আজ ছেলেদের কায়াকের একক ১০০০ মিটারে সোনা জিতেছেন দোসতাল। ৩ মিনিট ২৪.০৭ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। রুপাজয়ী হাঙ্গেরির আদাম ভারগার লেগেছে ৩ মিনিট ২৪.৭৬ সেকেন্ড। ব্রোঞ্জও জিতেছেন এক হাঙ্গেরিয়ান, বালিন্ত কোপাস।
প্যারিসে ক্যানোয়িংয়ের শেষ ইভেন্ট মেয়েদের ২০০ মিটার এককে সোনা জিতেছেন কানাডার কেটি ভিনসেন্ট। ৪৪.১২ সেকেন্ড সময় লেগেছে তাঁর। যুক্তরাষ্ট্রের নেভিন হ্যারিসন জিতেছেন রুপা (৪৪.১৩), ব্রোঞ্জ জিতেছেন কিউবার ইয়ারিস্লেইদিস চিরিলো দুবোইস (৪৪.৩৬)।
টোকিওর পর প্যারিসেও সোনা জিতলেন গার্নব্রেত
স্পোর্ট ক্লাইম্বিংয়ে মেয়েদের বোল্ড অ্যান্ড লিডে সোনা জিতেছেন স্লোভেনিয়ার ইয়ানিয়া গার্নব্রেত। তিন বছর আগে টোকিওতেও সোনা জিতেছিলেন তিনি। সব মিলিয়ে ১৬৮.৫ পয়েন্ট নিয়ে সোনা জিতরেন গার্নব্রেত। ১৫৬.০ পয়েন্ট নিয়ে রুপা জিতছেন যুক্তরাষ৶টের ব্রুক রাবুতু, ব্রোঞ্জ অস্ট্রিয়ার জেসিকা পিলৎসরে (১৪৭.৪)।
ভারোত্তোলনে চীনকে চতুর্থ সোনা এনে দিলেন হুয়ানহুয়া

ছেলেদের ১০২ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন লিউ হুয়ানহুয়া। দুই বিভাগ মিলিয়ে মোট ৪০৬ কেজি ওজন তুলেছেন এই ইভেন্টের বিশ্ব রেকর্ডের মালিক। বিশ্ব রেকর্ড গড়ার সময় ৪১৩ কেজি উঠিয়েছিলেন হুয়ানহুয়া। উজবেকিস্তানের আকবর জুরায়েভ রুপা (৪০৪ কেজি) ও বেলারুশের ইয়াওহেনি সিখানৎসু (৪০২ কেজি) জিতেছেন ব্রোঞ্জ। প্যারিসে এ পর্যন্ত ভারোত্তোলনের ৭টি ইভেন্টের ৪টিতেই সোনা জিতল চীন।
ছেলেদের ম্যারাথনে তামিরাতের সোনা জয়
সতীর্থ সিসে লেমা চোটে পড়ায় মাত্র দুই সপ্তাহ আগে ম্যারাথনে অংশ নেওয়া নিশ্চিত হয় ইথিওপিয়ার তামিরাত তোলার। অবিশ্বাস্য ব্যাপার হলো, এই তামিরাতই ছেলেদের ম্যারাথনে অলিম্পিক রেকর্ড গড়ে জিতলেন সোনা! ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড সময় নেন তিনি।
রুপা জিতেছেন সোমালি বংশোদ্ভুত বেলজিয়ামের দৌড়বিদ বশির আবদি। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৬ মিনিট ৪৭ সেকেন্ড। কেনিয়ার বেনসন কিপরুতো জিতেছেন ব্রোঞ্জ। ২ ঘণ্টা ৭ মিনিট সময় নেন তিনি।
অলিম্পিক ম্যারাথনে দুবারের চ্যাম্পিয়ন ইলিউড কিপচোগে ম্যারাথনের ট্র্যাকে নামলেও পরে দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন।
হকিতে প্রেমিকের পর প্রেমিকারও সোনা জয়
মেয়েদের হকিতে টানা দুইবারের চ্যাম্পিয়ন তারা। এবার অলিম্পিকেও টানা দ্বিতীয়বারের মতো সোনা জিতল নেদারল্যান্ডস নারী দল। ফাইনালে পিছিয়ে পড়েও চীনকে পেনাল্টি শুটআউটে ৩–১ ব্যবধানে হারিয়েছে ডাচ মেয়েরা। নির্ধারিত সময়ে ম্যাচ ১–১ সমতায় ছিল।
এর আগে গতকাল ছেলেদের ফাইনালেও জার্মানিকে পেনাল্টি শুটআউটে একই ব্যবধানে হারিয়েছে সোনা জিতেছে নেদারল্যান্ডস পুরুষ দল। অলিম্পিক ইতিহাসে প্রথম দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় ইভেন্টের হকিতে একই আসরে চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস।
মজার ব্যাপার হলো, দল দুটির হয়ে সোনা জিতেছেন প্রেমিক–প্রেমিকা। কাল পুরুষ দলের হয়ে সোনা জেতেন থিস ফন ডাম। ২৪ ঘণ্টার পরেই সোনা জিতলেন ফন ডামের প্রেমিকা নারী দলের সদস্য পিয়েন স্যান্ডার্স। তাঁরা দুজন পেনাল্টি শুটআউটে গোলও পেয়েছেন।

ট্র্যাকিং সাইক্লিংয়ের ২ ইভেন্টের সোনা ইতালি আর নেদারল্যান্ডসের
ট্র্যাকিং সাইক্লিংয়ে মেয়েদের ম্যাডিসন ইভেন্টে সোনা জিতেছে ইতালির ভিত্তোরিয়া গুয়াৎসিনি ও চিয়ারা কোনসিন্নি জুটি। স্প্রিন্টে গুয়াৎসিনি ও কোনসিন্নি তুলেছেন ১৭ পয়েন্ট আর ল্যাপে ২০ পয়েন্ট। ১২০ ল্যাপের রেসে মোট ৩৭ পয়েন্ট তুলে সোনা জিতেছেন তাঁরা। এদিকে ট্র্যাকিং সাইক্লিংয়ে ছেলেদের স্প্রিন্ট ফাইনাল জিতে নেদারল্যান্ডসকে সোনার পদক এনে দিয়েছেন হ্যারি লাভরেইসেন। টান টান উত্তেজনার এই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার ম্যাথু রিচার্ডসনকে হারিয়েছেন লাভরেইসেন। ২৭ বছর বয়সী এই ডাচ সাইক্লিস্ট ২০২০ টোকিও অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন।

অলিভিয়া রিভেসের সৌজন্যে ফুরোল দুই যুগের অপেক্ষা
প্রতিযোগিতা শেষ হতেই দুই হাত মেলে যেন উড়তে চাইলেন অলিভিয়া রিভেস। তাঁর এই উদ্যাপনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘ এক অপেক্ষার অবসান হলো। রিভেসের হাত ধরেই যে ভারোত্তলনে দুই যুগ পর সোনার পদক জিতল দেশটি। ২১ বছর বয়সী রিভেস এখনো কলেজের গণ্ডি পেরোননি। পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাট্টানুগার একটি কলেজে। সেই তিনিই আজ মেয়েদের ৭১ কেজি ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিলেন। প্রতিযোগিতার স্নাচে রিভেস তোলেন ১১৭ কেজি। অলিম্পিকের এই ইভেন্টে এত আগে এত ওজন তুলতে পারেননি কোনো নারী ভারোত্তলক। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৪৫ কেজি। সব মিলিয়ে তোলেন ২৬২ কেজি। ভারোত্তলনে দেশটির হয়ে রিভেসের আগে সর্বশেষ সোনা জিতেছিলেন টারা কানিংহাম। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ৪৮ কেজি ইভেন্টে সোনা জেতেন তিনি।

৩২ বছর পর ছেলেদের ফুটবলে সোনা জয় স্পেনের
১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে পেপ গার্দিওলা–লুইস এনরিকের স্পেন যখন সোনা জেতে, এবারের দলটার কারও তখন জন্মই হয়নি! অবশেষে ৩২ বছরের সোনার হাহাকার ঘুচল স্প্যানিশদের। স্বাগতিক ফ্রান্সকে ৫–৩ গোলে হারিয়ে ছেলেদের ফুটবলে সোনা জিতল স্পেন।
পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ফাইনাল নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩–৩ সমতায় ছিল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে জোড়া গোল করে ফরাসিদের হতাশায় ডোবান সের্হিও কামেও।
ছেলেদের অলিম্পিক ফুটবল ইতিহাসে এখন এটাই সবচেয়ে বেশি গোলের (৮) ফাইনাল। এত দিন সর্বোচ্চ গোলের ফাইনাল ছিল ৬ গোলের। সেই ১৯১২ স্টকহোম অলিম্পিকের সোনার পদক নির্ধারণী ম্যাচে ডেনমার্ককে ৪–২ গোলে হারিয়েছিল গ্রেট ব্রিটেন।
৫ গোল করে স্পেনও অনন্য কীর্তি গড়েছে। অলিম্পিক ফুটবলে ছেলেদের ফাইনালে এর আগে কোনো দল এত গোল করতে পারেনি।

রিদমিক জিমন্যাস্টিকসে জার্মানির বাজিমাত
রিদমিক জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অল–অ্যারাউন্ড ফাইনালে সোনা জিতেছেন জার্মানির দারিয়া ভারফোলোমেভ। তাঁর পয়েন্ট ১৪০.৮৫০। একই বিভাগে রুপা গেছে বুলগেরিয়ার বোরইয়ানা কালেইনের কাছে। আর ব্রোঞ্জ জিতেছেন ইতালির সোফিয়া রাফায়েলি। তাঁর পয়েন্ট ১৩৬.৩০০। এটি জার্মানির ১১তম সোনা এবং সব মিলিয়ে ২৭তম পদক।
টেবিলে টেনিসে সোনা জিতল চীন
টেবিল টেনিসের পুরুষ দলীয় ফাইনালে সোনা জিতেছে চীন। সুইডেনের বিপক্ষে চীনের জয় ৩–০ সেটে। ফাইনালে রুপা জেতা সুইডিশরা দাঁড়াতেই পারেনি চীনের বিপক্ষে। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছে ফ্রান্স।
পদকের লড়াইয়ে জাপানের বিপক্ষে স্বাগতিক ফরাসিদের জয় ৩–২ সেটে। এই সোনা জিতে যুক্তরাষ্ট্রকে আরও ছাড়িয়ে চীন। এখন সব মিলিয়ে চীনের সোনা ৩২টি। যুক্তরাষ্ট্রের সোনা ৩০টি।

ভারোত্তোলনে সোনা জিতল বুলগেরিয়া
পুরুষদের ৮৯ কেজি ভারোত্তোলনে সোনা জিতেছেন বুলগেরিয়ার কার্লোস মে নাসার। এই বিভাগে রুপা জিতেছেন কলম্বিয়ার ইয়েইসেন লোপেস এবং ব্রোজ জিতেছেন অ্যান্তোনিও পিজোলাতো। এটি এবারের অলিম্পিকে বুলগেরিয়ার দ্বিতীয় সোনা।
স্প্রিংবোর্ড সোনা জিতে সবার ওপরে চীন
মেয়েদের ৩ মিটার স্প্রিংবোর্ড ফাইনালের সোনার জিতেছে চীনের চেন ইয়েওয়েন। সোনা জয়ের পথে তাঁর পয়েন্ট ৩৭৬। এই বিভাগে ৩৪৩.১০ পয়েন্ট নিয়ে রুপা জিতেছে অস্ট্রেলিয়ার কেনি মেডিসন।
আর একই বিভাগে ব্রোঞ্জও গেছে চীনের দখলে। এটি জিতেছেন চেং ইয়ানি। এর ফলে সোনা জয়ে এককভাবে শীর্ষে উঠল চীন। তাদের সোনা এখন ৩১টি। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সোনা ৩০টি।
ক্যানো স্প্রিন্টের ৪ ইভেন্টে সেরা ৪ দেশ
ক্যানো স্প্রিন্টের ৪টি ইভেন্টে সোনা জিতল আলাদা ৪ দেশ। মেয়েদের ক্যানো ডাবল ৫০০ মিটারে চীনকে সোনা এনে দিয়েছেন জু শিজিয়াও ও সান মেঙ্গিয়া। এই জুটি ১ মিনিট ৫২.৮১ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করে অলিম্পিক রেকর্ডও গড়েছেন। মেয়েদের কায়াক ডাবল ৫০০ মিটারে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের লিসা ক্যারিংটন ও অ্যালিসিয়া হসকিন। ছেলেদের কায়াক ডাবল ৫০০ মিটারে জার্মানির হয়ে সোনা জিতেছেন ম্যাক্স লেমকে ও ইয়াকব শোফ। আর ছেলেদের ক্যানো সিঙ্গেল ১০০০ মিটারে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের মার্টিন ফুকসা।
