সকাল ৯:১৬ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পোস্তগোলা থেকে নারায়নগঞ্জ সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

এনজি  রিপোর্ট

১৪ জানুয়ারি ২০২৫

পোস্তগোলা থেকে নারায়নগঞ্জ পর্যন্ত সড়ক মেরামতের দাবিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা ৪-৫ আসনের সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে মানববন্ধন করেছে এলাকাবাসী।  সোমবার পোস্তগোলা এলাকায় প্রায় সহস্রাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকার পোস্তগোলা থেকে নারায়নগঞ্জ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ মরণ ফাঁদে পরিণত হলেও ফ্যাসিস্ট হাসিনার নিশিরাতের ডামি সরকার এই সড়কের কোন উন্নয়ন কাজই করেনি বিগত ১৬ বছরে। ফ্যাসিবাদ হাসিনার পতনের পর অত্র এলাকার দীর্ঘদিনের দাবি পুরনে রাজপথে নেমেছেন এলাকাবাসী। তারা দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি মেরামত দেখতে চায়।

এদিকে মঙ্গলবার ডেমরা থানাধীন ৬৬ নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সালাহউদ্দিন আহমেদ।

 

হা মো / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *