এনজি প্রতিবেদক
১১ জুলাই ২০২৪
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অনড় শিক্ষার্থীরা। প্রধান বিচারপতির আহ্বান, পুলিশের ‘সতর্কবার্তা’ এবং ছাত্রলীগের ‘হুঁশিয়ারির’ পরও বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। এরমধ্যে কুমিল্লা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশের বাধার মুখে পড়েছেন শাহবাগের আন্দোলনকারীরাও। এছাড়া জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়েও পুলিশের ব্যারিকেড ভেঙে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন।
জা, ই