ভোর ৫:২৭ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পুরোনো ফোনটিকে নতুন করে তুলতে পারবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০১ এপ্রিল ২০২৫

 

 

পুরোনো ফোন ব্যবহার করতে গিয়ে ধীরগতির পারফরম্যান্স, ব্যাটারির দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়া, স্ক্রিনের দাগ বা স্ক্র্যাচ ইত্যাদি সমস্যার মুখোমুখি হতে হয়। তবে কিছু সহজ উপায়ে এবং সঠিক অ্যাক্সেসরিজ ব্যবহার করে পুরোনো ফোনকে একেবারে নতুনের মতো করা সম্ভব।

সফটওয়্যার আপডেট ও অপ্টিমাইজেশন
ফোনের অপারেটিং সিস্টেম আপডেট থাকলে পারফরম্যান্স ভালো হয়। ফোনের সেটিংস>সফটওয়্যার আপডেট অপশনে গিয়ে আপডেট চেক করুন।

অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল ডিলিট করুন
সেটিংস>স্টোরেজ থেকে দেখে অপ্রয়োজনীয় ফাইল, ক্যাশ ও অযথা ডাউনলোড করা ফাইল ডিলিট করুন। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল বা ডিজাবল করুন। বড় সাইজের ভিডিও বা ফটো ক্লাউড স্টোরেজ (গুগল ড্রাইভ,অন ড্রাইভ) এ সংরক্ষণ করুন।

ক্যাশ মেমোরি ক্লিয়ার করুন
সেটিংস > অ্যাপ > স্টোরেজ > ক্লিয়ার ক্যাশ। এই পদ্ধতিতে আপনার ফোনের ক্যাশ ক্লিয়ার করে নিতে পারেন। ফোনকে দ্রুততর করতে গুগল ফাইলস বা সিক্লিনারের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন।

ফোনকে ফ্যাক্টরি রিসেট করুন
যদি ফোন খুব স্লো হয়ে যায় তবে ফ্যাক্টরি রিসেট করে একেবারে নতুন অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। তবে এতে আপনার ফোনের পুরোনো সব ডাটা হারাতে হবে। তাই আগে ভেবেচিন্তে ফ্যাক্টরি রিসেট করুন। একান্ত প্রয়োজন না হলে রিসেট না করাই ভালো। তবে যদি করতেই হয় আগেই ফোনের সব ছবি, নম্বর, ফাইল সব কিছু ব্যাকআপ নিয়ে নিন।

স্ক্রিন প্রোটেক্টর ও কভার বদলাতে পারেন
ফোনের স্ক্রিন যদি দাগ পড়ে বা স্ক্র্যাচ হয়ে যায়, তাহলে নতুন টেম্পারড গ্লাস স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন। অ্যান্টি-গ্লেয়ার বা প্রাইভেসি স্ক্রিন প্রটেক্টর ফোনের স্ক্রিনকে সুরক্ষিত রাখে। নতুন স্টাইলিশ ব্যাক কভার বা কেস ফোনকে দেখতে নতুনের মতো করে তোলে।

নতুন থিম ও ওয়ালপেপার ব্যবহার করুন
ফোনকে নতুন লুক দিতে ডার্ক মোড, কাস্টম আইকনস বা লাউন্সার অ্যাপস ব্যবহার করুন। হোম স্ক্রিন ও লক স্ক্রিনে এইচডি ওয়ালপেপার ও লাইভ ওয়ালপেপার সেট করুন।

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *