রাত ৮:৩৭ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাসপোর্ট বাতিলের পরও শেখ হাসিনা কীভাবে ভারতে আছেন, প্রশ্ন রিজভীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ জানুয়ারি ২০২৫

 

 

পাসপোর্ট বাতিল হওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছেন- এমন প্রশ্ন রেখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছেন? তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঅন্য দলের কাউকে বিএনপিতে না নিতে রিজভীর হুঁশিয়ারি সমর্থন দিয়েছি, তবে কতদিন দেবো জানি না: সরকারকে ফারুক

এ সময় জনগণকে করের ওপর কর চাপিয়ে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বাড়াতে পারে না সরকার। আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার।

রুহুল কবির রিজভী বলেন, সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কি না, মানুষ ঠিকমতো খেতে পারছে কি না। এটিই হচ্ছে ড. ইউনূস সরকারের দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়া। জয়পাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব প্রমুখ।

 

জা ই/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *