বিকাল ৩:৪৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পানি নিয়ন্ত্রণ করে ভারত প্রতিবেশী দেশের স্বার্থ ক্ষুণ্ন করছে

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৪

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, অভিন্ন নদীগুলোর পানি নিয়ন্ত্রণের মাধ্যমে ভারত প্রতিনিয়ত প্রতিবেশী দেশের স্বার্থ ক্ষুণ্ন করে যাচ্ছে, যার যৌক্তিক মীমাংসা হওয়া উচিত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) কুমিল্লা চৌদ্দগ্রামের বন্যাকবলিত এলাকার আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও দুর্গতদের মাঝে খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রসঙ্গে একের পর এক ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে ভারত। অভিন্ন নদীগুলোর পানি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিবেশী দেশের স্বার্থ ক্ষুন্ন করে যাচ্ছে প্রতিনিয়ত। শুকনো মৌসুমে পানি আটকে রাখা ও ভরা মৌসুমে পূর্ব ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলা কোনোভাবেই কাম্য নয়। এর যৌক্তিক মীমাংসা হওয়া উচিত। আশা করি সরকার এর কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

ভারতের ত্রিপুরার গোমতি নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ফেনী, লহ্মীপুর, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ, নেই মোবাইল নেটওয়ার্ক। ভেসে গেছে ঘরবাড়ি ও গবাদিপশু। এখন পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

ওএফএ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *