দুপুর ১:১৫ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাঠ্যপুস্তক থেকে জামায়াতের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ মুছে ফেলার আহ্বান

এনজি ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪

 

 

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের পাঠ্যপুস্তকে দলটির বিরুদ্ধে থাকা ‘মিথ্যাচার’ মুছে ফেলতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তরের জামায়াতে ইসলামীর এই সমাবেশের আয়োজন করে।

শিক্ষা ব্যবস্থা থেকে ভারতীয় অপসংস্কৃতি ও অনৈসলামিক নীতি দূর করাসহ পাঠ্যপুস্তক থেকে জামায়াতের বিরুদ্ধে থাকা মিথ্যাচার মুছে ফেলতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান দলটির নায়েবে আমির।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, যারা লুটপাট করে দেশকে বিপদের মুখে ফেলে পালিয়ে গেছে তাদেরকে এ দেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না। মানুষ বিভিন্ন সময়ে স্বৈরাচারদের শাসনে বিরক্ত হওয়ার কারণেই জামায়াতে ইসলামীকে নেতৃত্বে দেখতে চায়।

এ সময় নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে ব্যাংকখাতসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলো দ্রুত সংস্কারের দাবিও জানান এ জামায়াত নেতা।

 

 

পিএইচ/এনজি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *