নিজস্ব প্রতিবেদক, এনজি
১২ জুলাই ২০২৪
শিক্ষা এখনও আমাদের মৌলিক অধিকার হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই সঙ্গে পাঠ্যপুস্তকে সংবিধান সম্পর্কে সামান্য ধারণা দিতে একটি অধ্যায় থাকতে পারে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অসংক্রামক ব্যাধির সচেতনতা এবং সিপিআর (কৃত্রিম শ্বাস দেওয়ার প্রক্রিয়া) প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ভারতেও বছরে অন্তত একদিন সংবিধান পড়ানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্টরা হয়তো চেষ্টা করবেন বলেও আহ্বান জানান তিনি।
আইডিপিডি ফাউন্ডেশন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।
শিক্ষা এখনও আমাদের মৌলিক অধিকার হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই সঙ্গে পাঠ্যপুস্তকে সংবিধান সম্পর্কে সামান্য ধারণা দিতে একটি অধ্যায় থাকতে পারে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অসংক্রামক ব্যাধির সচেতনতা এবং সিপিআর (কৃত্রিম শ্বাস দেওয়ার প্রক্রিয়া) প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ভারতেও বছরে অন্তত একদিন সংবিধান পড়ানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্টরা হয়তো চেষ্টা করবেন বলেও আহ্বান জানান তিনি।
সিপিআর প্রসঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এখন সব রোগের চিকিৎসা মানুষ দেশেই নিতে পারছে। কিন্তু এ সফল চিত্রের পাশাপাশি এখনও আমাদের দেশে সচেতনতার অভাবে অনেক মানুষ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সঠিক জ্ঞানের অভাবে সঠিক চিকিৎসা নিতে না পেরে অনেকেই অকালে মৃত্যুবরণ করছেন।
প্রধান বিচারপতি আরও বলেন, সিপিআর কিংবা এ ধরনের জীবন রক্ষাকারী সাধারণ স্কিলসমূহ আয়ত্ব এক ধরনের নাগরিক দায়িত্ব। এ কারণেই উন্নত দেশসমূহে শিশুদেরকে স্কুলেই একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের দেশেও সিপিআর প্রশিক্ষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায় কি না। এ বিষয়ে উদ্যোগ নিতে উপস্থিত অ্যাটর্নি জেনারেলক এ এম আমিন উদ্দিন ও সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলীকে অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও আইডিপিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী অসংক্রামক ব্যাধির ওপর সচেতনতামূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন প্রমুখ।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ার সময় থেকে হাসপাতালে যাওয়া পর্যন্ত এই সময়টা কারও জীবন বাঁচানোর জন্য হয়ে উঠতে পারে খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে একটা জরুরি প্রাথমিক চিকিৎসা পদ্ধতি জানা থাকলে তা আশীর্বাদ হয়ে আসতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যেটাকে বলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সংক্ষেপে সিপিআর।
এফএইচ/এসএনআর/এমএস