সন্ধ্যা ৭:২৭ | মঙ্গলবার | ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাকিস্তান সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ বাতিল

স্পোর্টস ডেস্ক

|৩০ মার্চ ২০২৫

 

 

ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এ সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের। তবে দুই দেশের বোর্ড সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি তারা খেলবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল করে দুটি টি-টোয়েন্টি বাড়তি খেলবে। অর্থাৎ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের রহস্য হলো- এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি।

বিসিবি এক কর্মকর্তা ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেন, ‘আমরা পাকিস্তান সফরে ওডিআই ম্যাচের পরিবর্তে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা এই সিরিজের মাধ্যমে এশিয়া কাপ ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাই।’

২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতে, আর ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হবে পরবর্তী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

উল্লেখ্য, আগামাী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে।

এছাড়া আগামী জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চলকালীন দুই বোর্ড সভাপতির আলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ নয়, তবে উভয় বোর্ড ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এটি আয়োজন করতে সম্মত হয়েছে।

জুলাইয়ের সিরিজ নিয়ে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘যখন পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে, তখন তারা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।’

উল্লেখ্য, এই ম্যাচগুলো শেরে বাংলায় অনুষ্ঠিত হবে ২০, ২২ এবং ২৪ জুলাই। এ সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান।

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *