রাত ৪:২৩ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে হাইজ্যাক হওয়া ট্রেনে আছেন ৪ শতাধিক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫

 

পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র বিদ্রোহীরা একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করেছে। ট্রেনটিতে নারী-শিশুসহ চার শতাধিক যাত্রী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।

জিও নিউজের খবরে বলা হয়েছে, জাফর এক্সপ্রেসের নয়টি বগিতে চার শতাধিক যাত্রী রয়েছেন। কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। লেভিস কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কাচ জেলার পেরু কানরি এলাকায় ট্রেনটি সন্ত্রাসীদের হামলার শিকার হয়।

সন্ত্রাসীরা চালককে আহত করে একটি সুড়ঙ্গের মধ্যে ট্রেনের নিয়ন্ত্রণ নেয় এবং যাত্রীদের জিম্মি করে ফেলে। পাকিস্তানের আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে এই ঘটনা ঘটে।

সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলাকারীরা প্রথমে রেললাইনে বিস্ফোরণ ঘটায় এবং পরে ট্রেনে গুলি চালায়। ট্রেনে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের প্রচণ্ড গোলাগুলি চলে।

কোয়েটার রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ কাশিফ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ট্রেনে থাকা চার শতাধিক যাত্রী এখন বন্দুকধারীদের হাতে জিম্মি। তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

নিরাপত্তা বাহিনী চরম প্রতিকূল পার্বত্য পথ পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে। সূত্র জানায়, সন্ত্রাসীরা তাদের সহযোগীদের সঙ্গে বিদেশ থেকে যোগাযোগ রাখছে এবং নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

ট্রেন ছিনতাইয়ের পর বেলুচিস্তান সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। পরিস্থিতি মোকাবিলায় সব সংস্থাকে সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র শহীদ রিন্দ।

এছাড়া, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত দল ও একটি উদ্ধার ট্রেন পাঠানো হয়েছে। একই সঙ্গে সিবি ও কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সিভিল হাসপাতালে সব চিকিৎসক ও প্যারামেডিক স্টাফকে ডাকা হয়েছে এবং জরুরি পরিস্থিতি সামলাতে হাসপাতালের বেশ কিছু ওয়ার্ড খালি করা হয়েছে।

কোয়েটা রেলওয়ে স্টেশনে জাফর এক্সপ্রেসের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য একটি বিশেষ তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে।

 

 

জ উ / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *