সকাল ৭:৩৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে বন্দুকযুদ্ধে ছয় সেনাসহ নিহত ১২

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২৪

 

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ ছয় সেনা ও ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় গতকাল শুক্রবার রাত ও আজ শনিবারের মধ্যে হতাহতের এ ঘটনা ঘটে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

নিহত লেফটেন্যান্ট কর্নেলের নাম মোহাম্মদ আলী শওকত। নিহত অন্য সেনারা হলেন ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসুফ আলী, ল্যান্সনায়েক শহীদ উল্লাহ, ল্যান্সনায়েক আখতার জামান ও সিপাহি জামিল আহমেদ।

নিহত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী শওকত অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। অভিযানের একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে তাঁদের প্রচণ্ড বন্দুকযুদ্ধ হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের হুমকির মূলোৎপাটন করতে বদ্ধপরিকর। আমাদের নিহত সেনাদের আত্মত্যাগ আমাদের শক্তিকে আরও শাণিত করবে।’

দ্য ডন–এর প্রতিবেদনে নিহত সন্ত্রাসীদের তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে উল্লেখ করা হয়েছে। সংগঠনটিকে ‘ফিতনা আল খাওয়ারিজ’ উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। নিহত ছয় সন্ত্রাসীর মধ্যে টিটিপির শাখাপ্রধান আতাউল্লাহও রয়েছেন। তিনি মেহরান হিসেবে পরিচিত।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, আতাউল্লাহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর সোয়াতে বিদেশি অতিথিদের নিরাপত্তাদানকারী পুলিশের একটি গাড়িতে বিস্ফোরক দিয়ে হামলা চালানোর সঙ্গে তিনি জড়িত ছিলেন।

পাকিস্তানে সম্প্রতি সন্ত্রাসী হামলা বেড়েছে। বিশেষ করে দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যদের ওপর সম্প্রতি অনেক সন্ত্রাসী হামলা হয়েছে।

 

টিআই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *