সকাল ১১:৫০ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে তালেবানের হামলায় ৪ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ ২০২৫

 

 

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্থানীয় জঙ্গিগোষ্ঠী তালেবানের হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত চার সৈন্য নিহত হয়েছেন। প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানের অতর্কিত হামলায় সৈন্যদের প্রাণহানি ঘটেছে বলে রোববার পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় তালেবানের হামলায় চার সৈন্য নিহত হয়েছেন। পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, রোববার সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছেন।

তিনি বলেন, হামলায় আধা-সামরিক বাহিনীর অন্তত চার সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ব্যাপক সক্রিয়। পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপি দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করছে।

কাবুলের ক্ষমতায় তালেবান আসার পর থেকে প্রতিবেশী দুই দেশের মাঝে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ডিসেম্বরে আফগানিস্তানের ভূখণ্ডে জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এই হামলায় আফগানিস্তানে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

গত সপ্তাহে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় সেনাবাহিনীর একটি ভবনের চত্বরে আত্মঘাতী বোমা হামলাকারীরা দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ১৩ বেসামরিক নাগরিক ও পাঁচ সৈন্যকে হত্যা করেন।

 

 

সূত্র: এএফপি, রয়টার্স/ টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *