সকাল ১০:৪৭ | শনিবার | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাকিস্তানি-আফগানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসছে

আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ ২০২৫

 

 

পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ থেকেই এটি কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে বার্তাসংস্থাটি আরও বলেছে, পাকিস্তান ও আফগানিস্তানের পাশাপাশি অন্যান্য দেশও নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারে। তবে সূত্রগুলো জানে না, এই অন্য দেশগুলো কারা হতে পারে।

২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। যা অনেক রিভিশনের মধ্যে গিয়েছিল। অবশেষে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই নিষেধাজ্ঞা বহাল রাখেন। তবে ২০২০ সালের নির্বাচনে জয়ের পরের বছর ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞাটি বাতিল করেন। এছাড়া ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘যুক্তরাষ্ট্রের বিবেকের ওপর দাগ’ হিসেবেও অভিহিত করেন তিনি।

যদি ট্রাম্পের এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তাহলে এটির বড় প্রভাব পড়বে প্রায় দুই লাখ আফগানের ওপর। যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হওয়ার জন্য নির্ধারিত হয়েছেন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আবেদন করেন। তাদের দাবি, যদি আফগানিস্তানে থাকলে তালেবান তাদের ওপর প্রতিশোধ নেবে। কারণ তারা তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ২০ বছরের যুদ্ধে তালেবানের বিরুদ্ধে কাজ করেছেন।

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর তিনি একটি নির্বাহী আদেশ জারি করেন। সেখানে বলা হয় যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে আসার আবেদন করেছেন তাদের আসার প্রক্রিয়ায় যেন কড়াকড়ি রাখা হয়। এর কারণ হিসেবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে উল্লেখ করেন। এছাড়া ওই নির্বাহী আদেশে বেশ কয়েকটি সরকারি সংস্থাকে আগামী ১২ মার্চের মধ্যে, সেসব দেশের তালিকা দিতে বলা হয়, যেসব দেশের পরীক্ষার প্রক্রিয়া অপর্যাপ্ত নয়।

রয়টার্স নিশ্চিত হয়েছে, এই তালিকায় আফগানিস্তানের নাম থাকবে। আর এতে পাকিস্তানের নাম প্রস্তাব করা হতে পারে। এতে করে এ দুটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে।

 

 

সূত্র: রয়টার্স/ জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *