নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৪
পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী হানিয়া আসলাম। কোক স্টুডিও পাকিস্তানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার গাওয়া গান উপমহাদেশের সংগীতপ্রিয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এমন জনপ্রিয়তা নিয়ে পৃথিবীর ম্যায়া ত্যাগ করলেন এ শিল্পী। গতকাল রোববার (১১ আগস্ট) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে পাকিস্তানের সংগীত জগতসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
হানিয়া আসলামের মৃত্যুর বিষয়টি পাকিস্তানের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে। শিল্পীর মৃত্যুতে দেশটির সংস্কৃতি অঙ্গনের মানুষরাও গভীর শোক প্রকাশ করেছেন। সেই দলে রয়েছেন চলচ্চিত্র, সংগীত ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
হানিয়া আসলাম পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘আই রে’, ‘চুপ’, ‘লাইলি জান’, ‘কেয়া খায়াল হ্যায়’ ও ‘ম্যায় ইরাদা’ ইত্যাদি। এ ছাড়া সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এ শিল্পী।
ফা আ/ এনজি