দুপুর ১:১৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাওলিনিকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি ক্রেচিকোভা

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪

 

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হেসেছেন চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেচিকোভা। ২০২১ সালের ফরাসি ওপেনের পর জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে দুরন্ত লড়াই করেও পরাজিত হয়েছেন ইতালির জেসমিন পাওলিনি। ম্যাচের ফলাফল ক্রেচিকোভার পক্ষে ৬-২, ২-৬, ৬-৪।

উইম্বলডন যে এবার নতুন রানি পেতে চলেছে, তা আগেই ঠিক ছিল। তবে সবার নজর ছিল ইতালির পাওলিনির ওপর। গোটা টুর্নামেন্ট ধরেই দারুণ খেলেছেন তিনি। কিন্তু ক্রেচিকোভার কাছে শেষ হলো তার রূপকথার দৌড়। ঘাসের কোর্টে শুরু থেকেই পাওলিনিকে মাথা তুলতে দেননি চেক প্রজাতন্ত্রের তারকা।

প্রথম রাউন্ডে প্রায় একতরফা লড়াই হল। পাওলিনির দুটি সার্ভিস ভেঙে এগিয়ে যান ২৮ বছরের ক্রেচিকোভা। সহজেই প্রথম রাউন্ড জিতে নেন ৬-২ ব্যবধানে। দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন পাওলিনি। সেন্টার কোর্টে যেন আগের সেটের ছায়া ফিরল। শুধু এবার দ্বিতীয় রাউন্ড পাওলিনি জিতে নিলেন ৬-২ ব্যবধানে।

১-১ অবস্থায় তৃতীয় সেটে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যান ক্রেচিকোভা। ইতালির তারকার সার্ভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান তিনি। আর সেটাই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক মুহূর্ত। শেষ গেমে সার্ভিস ধরে রেখে বাজিমাত করেন তিনি। পরপর দুটো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হওয়া হলো না পাওলিনির। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে তৃতীয় সেট জিতে উইম্বলডনের নতুন রানি হিসেবে নিজের আসন পাকা করলেন ক্রেচিকোভা।

 

 

পিএইচ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *