রাত ৮:২৮ | মঙ্গলবার | ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞার পর ফিরেই সেই অপরাধ, জরিমানা গুনলেন হার্দিক

স্পোর্টস ডেস্ক

৩০ মার্চ ২০২৫

 

নিষেধাজ্ঞার পর ফিরেই সেই অপরাধ, জরিমানা গুনলেন হার্দিক
আইপিএল ২০২৪ আসরে তিন ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু নিষেধাজ্ঞার রায় আসার পর ওই আসরে হার্দিকদের কোনো ম্যাচ না থাকায় তা কার্যকর করা যায়নি। চলতি আসরে এসে সেই নিষেধাজ্ঞা কার্যকরা হয়। যে কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেননি হার্দিক।

হার্দিক না থাকায় ওই ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। বদলি অধিনায়কের অধীনে চার উইকেটে হেরে যায় মুম্বাই।

নিষেধাজ্ঞা কাটিয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করেন হার্দিক। ফিরেই সেই একই অপরাধ করে বসেন এ অলরাউন্ডার।

গতকাল শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্লো-ওভার রেটের কারণে ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে হার্দিককে। আইপিএলের কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২ অনুযায়ী, এই মৌসুমে এটি তার দলের প্রথম অপরাধ, যা ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের মধ্যে পড়ে।

আইপিএল ২০২৫-এ প্রথম কোনো অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনলেন হার্দিক।

টুর্নামেন্টের ৯ নম্বর ম্যাচে গুজরাটের প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে ৩৬ রানে হেরে যায় মুম্বাই। এই নিয়ে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচেই হারলো পাঁচবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রথম জয় নিশ্চিত হলো গুজরাটের।

হারের পর হার্দিক বলেন, ‘আমি মনে করি ব্যাটিং ও বোলিংয়ে আমরা ১৫-২০ রান কম করেছি। ফিল্ডিংয়েও পেশাদারিত্ব দেখাতে পারিনি। কিছু সাধারণ ভুল করেছি, যা আমাদের ২০-২৫ রান বেশি খরচ করিয়েছে। টি-টোয়েন্টি খেলায় এটি অনেক বড় পার্থক্য গড়ে তোলে। গুজরাট টাইটানসের ওপেনাররা চমৎকার ব্যাটিং করেছে, মাত্র কয়েকটি বলের ব্যবধানেই পার্থক্য তৈরি হয়েছে। তারা ঝুঁকি না নিয়ে সঠিক শট খেলেছে এবং দারুণভাবে রান তুলেছে।’

বর্তমানে কোনো ম্যাচ না জিতে নবম স্থানে রয়েছে মুম্বাই। আগামী সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে রোহিত-হার্দিকরা।

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *