বিকাল ৫:২৭ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নির্বাচনী পর্যবেক্ষণ নিয়ে আলোচনা : মির্জা ফখরুলের সাথে এনফ্রেল প্রতিনিধির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল ২০২৫

 

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছে ব্যাংকক ভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল)’ এর একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এনফ্রেল এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, মায়াবতী (বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক), থারিন্দু আবেয়ারথনা (প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার) এবং আফসানা আমে (প্রোগ্রাম অ্যাসোসিয়েট)। বৈঠকে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক প্রভৃতি বিষয় নিয়ে প্রতিনিধিদলটি বিএনপি মহাসচিবের সাথে আলোচনা করে। সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়ে দুপুর প্রায় পৌনে ১২টার দিকে শেষ হয়।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘এনফ্রেল’ একটি স্বাধীন এবং নির্দলীয় বেসরকারি সংস্থা যা সার্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে এশিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করে। এতে ১৭টি এশীয় দেশের ২৭টি সদস্য সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড এবং পূর্ব তিমুর।

সংগঠনটি মনে করে, প্রতিটি দেশে এমন একটি সরকার থাকা উচিত যার কর্তৃত্ব জনগণের ইচ্ছা থেকে উদ্ভূত হয়, যা সর্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে প্রকাশ করে। সংগঠনটির প্রধান লক্ষ্যগুলো হলো- আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পরিচালনা, নির্বাচনী স্টেকহোল্ডারদের জন্য সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি যেমন- গণতন্ত্রায়ণ, নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠী, মিডিয়া এবং অন্যান্য সুশীল সমাজের সংস্থাগুলো যারা তাদের নিজ দেশে গণতন্ত্রীকরণের জন্য কাজ করে, তাদের সঙ্গে সমন্বয় করা। নির্বাচনী চ্যালেঞ্জ ও গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সম্মুখীন হওয়া সমস্যাগুলো মোকাবিলার জন্য প্রচারাভিযান এবং পরামর্শ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে থাকে।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *