ভোর ৫:৩৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নিজ বাড়ি থেকে মডেলের মরদেহ উদ্ধার, সন্দেহে স্বামী

বিনোদন ডেস্ক
২৯ জুলাই ২০২৪

হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। নিজ বাড়ি থেকে তার মরহেদ উদ্ধার করা হয়েছে। গত ১৮ জুলাই ছুরিকাঘাতে থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় তিনি খুন হয়েছেন বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানানো হয়েছে, ক্রেটনকে ৯ বার ছুরিকাঘাত করা হয়েছে।

এই হত্যাকাণ্ডে পুলিশ তিনজনকে সন্দেহ করছে। তার মধ্যে একজন হলেন ক্রেটনের স্বামী। বাকি দুইজন প্রতিবেশি।

জানা গেছে, হাসপাতালে যাওয়ার পর ক্রেটনের স্বামী অসংলগ্ন আচরণ করতে থাকেন। স্থানীয় পুলিশকে তিনি জানান, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন।

তবে চিকিৎসকদের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, এটি আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। তবে ক্রেটনের স্বামীর নাম গোপন রাখা হয়েছে।

স্থানীয় পুলিশের ভাষ্য, গোয়েন্ডলিনকে হত্যার ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়েছেন তার স্বামী।

গোয়েন্ডলিন রঙিন দুনিয়ায় পথচলার শুরু ২০১৮ সালে। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি। হংকংয়ের মডেল এজেন্সি ক্যালক্যারি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেছেন এই সুন্দরী।

 

 

এলএ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *