রাত ২:৩৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নারী বিপিএল আয়োজনের চিন্তা ফারুকের

বিশেষ সংবাদদাতা
০১ ডিসেম্বর ২০২৪

 

উইমেন্স চ্যালেঞ্জার্স ট্রফি, উইমেন্স চ্যাম্পিয়নশিপ ভিন্ন নামের আসর বসেছে বেশ কয়েকবার। তবে নারী আইপিএল নামের আসর বসেছে একবারই মাত্র।

এবার বাংলাদেশেও পুরুষদের পাশাপাশি নারীদের বিপিএল আয়োজনের চিন্তা ভাবনা চলছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দিয়েছেন এ তথ্য। রোববার সকালে স্থানীয় এক পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সাথে আলাপে বিসিবি প্রধান নারীদের বিপিএল অয়োজনের কথা জানান।

ফারুক আহমেদ বলেন, ‘আমার মনে হয়, নারী বিপিএল একটা চমৎকার আইডিয়া।’ ফারুক যোগ করেন, ‘এই বোর্ড অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আপনারা জানেন, অনূর্ধ্ব-১৯ শুরু করেছি। আমরা চেষ্টা করব, মেয়েদের সুযোগ-সুবিধা আরও বাড়াতে। এরসঙ্গে আমাদের দেখতে হবে, মেয়েদের বিপিএল করার সক্ষমতা তৈরি হয়েছে কি না? সেটা খুঁটিয়ে দেখতে হবে। আমার মনে হয়, চেষ্টাটা আমরা করতে পারি।’

নারী ক্রিকেট আয়োজনের আগ্রহ প্রকাশের পাশাপাশি পুরুষ বিপিএলের মান, আকর্ষণ বাড়ানোর চিন্তাও আছে ফারুকের মাথায়। তাই মুখে এ কথা, ‘তবে ছেলেদের যে টুর্নামেন্টটা আছে, এটা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই। যদিও মাত্র আমি আসার পর প্রথম বিপিএল। আর এ চক্রের এটাই শেষ বিপিএল। পরবর্তীতে যদি আমি থাকি বা যে-ই থাকবে, আমি চাইব যে বিপিএলটা যেন বড় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে উপস্থাপিত হতে পারে এবং লম্বা সময়ের জন্য হবে। প্রতি বছর ২-৩টা নতুন টিম, এটা কখনও একটা টুর্নামেন্টের জন্য ভালো নয়।’

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *