সকাল ১০:১০ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নারীর অধিকার হুমকিতে: জতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৫

 

নারীদের অধিকার হুমকিতে এবং এ জন্য আমাদের অবশ্যই লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এক্ষেত্রে অগ্রগতি যখন বিপরীতমুখী তখন বিশ্ব নীরব থাকতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের আগে জাতিসংঘের এক অনুষ্ঠানে গুতেরেস বলেন, নতুন হুমকির কারণে নারীদের প্রতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বৈষম্য আরও তীব্র হচ্ছে।

শুক্রবার জাতিসংঘের মহাসচিব বলেন, ডিজিটাল টুলগুলো প্রায়ই নারীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিচ্ছে, পক্ষপাতকে বাড়িয়ে তুলছে এবং হয়রানিকে উস্কে দিচ্ছে। নারীদের শরীর রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলেও জানান তিনি।

গুতেরেস বলেন, অনলাইন ভায়োলেন্সের কারণে বাস্তব জীবনের সহিংসতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সমান অধিকারকে মূলধারায় আনার পরিবর্তে, আমরা উগ্রতা ও নারী বিদ্বেষকে মূলধারায় আনতে দেখছি।

তিনি বিশ্বকে পাল্টা লড়াই করার আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেন, লিঙ্গ সমতা কেবল ন্যায্যতার বিষয় নয়।

গুতেরেস বলেন, এটি ক্ষমতার বিষয় অর্থাৎ কে টেবিলে আসন পাবে এবং কে বাইরে থাকবে। এটি বৈষম্যমূলক ব্যবস্থা ভেঙে ফেলার ও সবার জন্য একটি উন্নত পৃথিবী নিশ্চিত করার বিষয়।

 

 

সূত্র: রয়টার্স/ টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *