সকাল ৭:৪১ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নাতনিরাও আনন্দে আত্বহারা : পরিবারের সবাইকে নিয়ে বাসায় সময় কাটাটোর সুযোগ পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৫

 

অনেকদিন পর পরিবারের সব সদস্যদের নিয়ে বাসায় সময় কাটাটোর সুযোগ পেলেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে ছোট ছেলের ঘরের নাতি-নাতদির মাঝে মধ্যে ফেলেও বড় ছেলের মেয়েকে তেমন কাছে পাননি তিনি।

এবার লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে বেশ কয়েক বছর পর বড় নাতনিকে হাসপাতালে কাছে পেলেন। তবে এবার একান্তে ছেলের বাসাতেই সবাইকে কাছে পেলেন খালেদা জিয়া। প্রিয় দাদিকে কাছে পেয়ে নাতনিরাও আনন্দে আত্বহারা। দাদির আতিথেয়তা নিয়ে সবাই ব্যস্ত। বৃদ্ধ বয়সে এমন আদর পেয়ে যেন নতুন জীবন ফিরে ফেলেন খালেদা জিয়া।

গত শুক্রবার লন্ডন সময় রাত সাড়ে ৯টায়(বাংলাদেশ সময় রাত তিনটা) লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া। ছাড়পত্র পেয়ে বিএনপি চেয়ারপার্সন তার জ্যেষ্ঠ ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেছেন। লন্ডনের স্থানীয় সময় রাত ৯টার পর লন্ডন ক্লিনিক থেকে বেরিয়ে তারেক রহমানের গাড়িতে উঠেন খালেদা জিয়া। এরপর তারেক রহমান নিজেই ড্রাইভিং সিটে বসেন। গাড়ির সামনের সিটে ছিলেন পূত্রবধু জোবাইদা রহমান।

বাসায় পৌঁছালে খালেদা জিয়াকে অভ্যর্থনা জান্না, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান, জাহিয়া রহমান এবং তাদের মা সৈয়দ শর্মিলা রহমান।
এর আগে গণমাধ্যমকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, হাসপাতাল থেকে নিজে ড্রাইভ করে মাকে বাসায় নিয়ে আসলেন তারেক রহমান।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, লন্ডন ক্লিনিক ম্যাডামকে ছুটি দিয়েছেন। এখন উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেছেন। এখানেই লন্ডন ক্লিনিটে অধ্যাপক জন প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস এর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন থাকবেন। আমরা যারা ম্যাডামের চিকিৎসক আছি তারাও এর কাজে সার্বক্ষনিক নিয়োজিত থাকব। ইউকের যে নিয়ম আঝে সেই নিয়ম মেনেই বাসায় উনার চিকিৎসা চলবে। সেইভাবে বাসায় সব ব্যবস্থা করা হয়েছে।

জাহিদ জানান, লন্ডন ক্লিনিক্রে মেডিকেল বোর্ড যার নেতৃত্বে দিচ্ছেন জন প্যাট্টিক কেনেডিৃ এই বোর্ডে সকল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জন হপকিংন্স হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকগন বিএনপি চেয়ারপার্সনের সকল রিপোর্ট পর্যালোচনা করেই তাকে ছাড়পত্র দিয়েছেন। তবে শর্ত রয়েছে যে, লন্ডন ক্লিনিকের জন প্যাট্টিক কেনেডির ও জেনিফার ক্রস তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন থাকবেন।

গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এর আগেরদিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্ররো আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *