রাত ৪:৩৭ | শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নাচের ভিডিও করে আবারও সমালোচনার মুখে আলিজেহ শাহ

খোলামেলা নাচের ভিডিও শেয়ার করে আবারও সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আলিজেহ শাহ। এর আগেও কয়েকবার খোলামেলা নাচের ভিডিও ও পোশাকের জন্য সমালোচিত হয়েছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ব্যালে ড্যান্সের একটি ছোট ভিডিও শেয়ার করেছেন আলিজেহ শাহ, যেটিতে তাকে বেশ টাইট শার্টে দেখা যায়।

অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে তাকে ব্যালে ড্যান্স করতে দেখা যায়। আলিজেহ শাহ ভিডিওটি শেয়ার করার পর শোবিজের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজও তা শেয়ার করে। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভাইরালের পরই নেটিজেনরা এটির সমালোচনা করে তার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ করেন।

অভিনেত্রীর ভিডিওতে মন্তব্য করে সমালোচকরা তাকে ভারতের উরফি জাভেদের সঙ্গে তুলনা করছেন। অনেকে আবার মন্তব্যের ক্ষেত্রে অশালীন শব্দও ব্যবহার করেছেন।

সমালোচকরা বলছেন, অভিনেত্রী হয়তো নেশাগ্রস্ত ছিলেন। এ ছাড়া তার ভিডিও দেখে অনেককে তওবা পড়তেও দেখা গেছে।

কিছু ভক্ত লিখেছেন, আলিজেহ শাহ তার ভিডিওর মাধ্যমে ভারতীয় অভিনেত্রীদের পিছনে ফেলে গেছেন।কেউ কেউ আবার নাচের ভিডিও দেখে অভিনেত্রীর বাবা-মা এবং তার বেড়ে ওঠা নিয়েও প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, আলিজেহ পাকিস্তান টেলিভিশন শিল্পের নবীন মুখ এবং তিনি খুব অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।ইশক তামাশা কিনজা এবং আইমানের পাশাপাশি বিভিন্ন নাটকে তার অভিনয় শ্রোতাদের কাছে বেশ সুনাম কুড়িয়েছে।

 

ফা আ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *