রাত ৪:১৪ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫১

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৫

 

 

দক্ষিণ-পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

রোববার (১৬ মার্চ) মধ্যরাতের পর ভোরের দিকে একটি নাইটক্লাবে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

বার্তাসংস্থাটি বলছে, রোববার ভোরে নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কোচানির একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তোশকোভস্কির মতে, স্থানীয় একটি পপ গ্রুপের কনসার্ট চলাকালীন ভোররাত ২:৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, নাইটক্লাবে যাওয়া তরুণরা আতশবাজি ব্যবহার করছিলেন, যার ফলে ছাদে আগুন ধরে যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাইটক্লাবের ভেতরে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে।

পরিবারের সদস্যরা হাসপাতাল এবং কোচানির শহর অফিসের সামনে জড়ো হয়ে কর্তৃপক্ষের কাছে আরও তথ্যের জন্য অনুরোধ করছেন। তোশকোভস্কি বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু ওই ব্যক্তির জড়িত থাকার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *