সকাল ৯:১২ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নতুন বছরে ‘কাছাকাছি দুইজন’

বিনোদন ডেস্ক

৬ জানুয়ারি ২০২৫

 

 

 

 

বর্তমান সময়ে জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের নজর কেড়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। নতুন বছরের শুরুতে এবারও জুটি বাঁধছেন তারা; আনছেন নতুন নাটক।

জানা গেছে, কথা সাহিত্যিক ও নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীবের নির্মাণে ‘কাছাকাছি দুইজন’ নাটকে দেখা যাবে ইয়াশ-তটিনীকে। অবশ্য, মারুফের সঙ্গে ইয়াশের এটিই প্রথম কাজ নয়। এর আগে ‘কথা বন্ধু’ ও ‘খুশী’ নামের দুটি নাটকে কাজ করেছেন ইয়াশ।

নতুন নাটক নিয়ে ইয়াশ বলেছেন, ‘সজীব ভাইয়ের কাজ আমার সব সময় ভালো লাগে। কাছাকাছি দুইজন নাটকের গল্পটিও খুব সুন্দর। আশা করি সবার পছন্দ হবে।’

বিজ্ঞাপন

তটিনী বলেন, ‘প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা। ভালোলেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার সঙ্গে একসঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। একসঙ্গে কাজ করতে করতে এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি তার সঙ্গে অভিনয় করতে। কাছাকাছি দুইজন নাটকটির গল্পটা সুন্দর, আমরা দুজনই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে, আশা করছি দর্শকের ভালোলাগবে।’

এদিকে  নির্মাতা জানান, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

উল্লেখ্য, মারুফ হোসেন সজীব, একজন নাট্যকার, কথা সাহিত্যিক ও নাট্যনির্মাতা। মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে নিয়ে ‘বিলোপ’ নাটক নিচের রচনায় ও নির্দেশনায় নির্মাণ করে আলোচনায় আসেন তিনি। এরপর তার নির্মিত অনেক নাটকই জনপ্রিয়তা পায়।

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *