রাত ৩:১৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নতুন জীবনের ছবি প্রকাশ্যে, দোয়া চাইলেন শিলা

বিনোদন প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৪

 

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অভিনেত্রী শিরিন শিলা। গতকাল (১০ অক্টোবর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আসর বসেছিল। তার স্বামীর নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট।

শিরিন শিলা জানান, ছয় বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এরপর দুই পরিবারের সদস্যদের নিজেদের পছন্দের কথা জানান। এরপর পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। আজ (১১ অক্টোবর) ফেসবুকে বিয়ে ছবি পোস্ট করেছেন শিরিন শিলা। সঙ্গে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

শিরিন শিলা আরও বলেন, ঘরোয়াভাবে আমরা বিয়ের রেজিস্ট্রি করেছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন করব।

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। এরপর ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’ সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

 

 

 

এমআই/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *