ভোর ৫:২৪ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ‘ডাবল সেঞ্চুরি’ নারিনের

স্পোর্টস ডেস্ক

৪ এপ্রিল ২০২৫

 

 

সময়ের অন্যতম সেরা স্পিনার সুনীল নারিন। ক্যারিবিয়ান এই রহস্য স্পিনার ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন। শেষ সময়ে এসেও তার বোলিংয়ের ধার কমেনি এতটুকুও। গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শিকার করেছেন এক উইকেট। আর তাতেই একটি রেকর্ড স্পর্শ করেছেন এই অভিজ্ঞ স্পিনার।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে গতকাল ৪ ওভার বোলিং করে ৩০ রানের বিনিময়ে নারিন পেয়েছেন এক উইকেট। এ নিয়ে কলকাতার জার্সিতে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

 

ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একটি দলের হয়ে দুইশ বা এর বেশি উইকেট নেওয়া বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে শুধুমাত্র সামিত প্যাটেল এই কীর্তি গড়তে পেরেছেন। নটিংহ্যামশায়ারের হয়ে বাঁহাতি এই ইংলিশ স্পিনিং অলরাউন্ডারের উইকেট সংখ্যা ২০৮টি

এই তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। ইংল্যান্ডের আরেক দল হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়েছেন তিনি। চারে আছন লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়েছেন সাবেক এই লঙ্কান পেসার। গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংলিশ পেসার ডেভিড পেইন।

এই তালিকায় ছয়ে আছেন জাসপ্রিত বুমরাহ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৬৮ উইকেট নিয়ে ছয় নম্বরে আছেন তিনি।

 

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *