নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৪
প্রায় এক বছর পর দশেে ফরিছেনে বএিনপরি স্থায়ী কমটিরি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ রোববার দুপুর ২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন থেকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। বিমান বন্দরে বিএনপির নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
বিমান বন্দরের বাইরে অপেক্ষামান সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, আমি এই মুহুর্তে আবেগে আপ্লুত। দীর্ঘ পৌনে দুই বছর বনবাসে থেকে আজকে দেশে ফিরে এসেছি। আমার অনুভূতিটা হচ্ছে যে, একাত্তরে আমি যখন ২২/২৩ বছরের যুবক ছিলাম.. ১৬ ডিসেম্বর বাংলাদেশে এসে যে অনুভূতিটা হয়েছিলো আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে। আজকে স্বৈরাচার খুনীমুক্ত বাংলাদেশে আমরা মুক্ত হাওয়া নিতে পারব। আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, আমরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছি সেই উদ্দেশ্য্ আমাদেরকে সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, যে উদ্দেশ্যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে।
টুকু লন্ডন থেকে ফেরেন। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেই দেশে ফিরেছেন।
এরপর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে গিয়ে পুস্পমাল্য অর্পন করেন ইকবাল হাসান মাহমুদ টুক্। এ সময়ে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমিরুল ইসলাম আলিম, সেলিম রেজা হাবিব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ সিরাজগঞ্জ-পাবনার দলীয় নেতা-কর্মীরা ছিলেন।
গত বছরের ২৩ মে দুর্নীতির এক মামলায় তার বিরুদ্ধে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। ওই একই দিনে মামলার রায় হওয়ার পর বিএনপি নেতা আমান উল্লাহ আমান জেলে যান। পরে জানা যায়, তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যান।