সকাল ৯:১৬ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশে প্রথম ২০০ কিলোমিটারের ম্যারাথন কক্সবাজার মেরিন ড্রাইভে

এনজি ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫

 

দেশের ইতিহাসে প্রথম ২০০ কিলোমিটার দূরত্বের আলট্রা-ম্যারথন হতে চলেছে পর্যটননগরী কক্সবাজারে। আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হবে ‘কোস্টাল আলট্রা ২০২৫’।

‘সুমদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্যে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ইভেন্টটি আয়োজন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলট্রা-ম্যারাথন বা আলট্রা রান হচ্ছে একধরনের দীর্ঘ দূরত্বের দৌড়, যেখানে গতানুগতিক ম্যারাথন দৌড়ের দূরত্ব ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের দৌড় আয়োজন করা হয়ে থাকে। তবে সবচেয়ে ছোট দূরত্বের আলট্রা-ম্যারাথন হচ্ছে ৫০ কিলোমিটার।

এই ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেবেন। তাদের সহায়তায় থাকবেন ২৫০ স্বেচ্ছাসেবক। অংশগ্রহণকারীরা ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কিলোমিটার- এই চারটি ক্যাটাগরিতে দৌড়ে অংশ নেবেন। এই ইভেন্টে অংশ নিতে কোনো রেজিস্ট্রেশন ফি নেই।

দেশে স্পোর্টস ট্যুরিজমের প্রসার, মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে উদ্বুদ্ধকরণ এবং উপকূলের পরিবেশগত ভারসাম্য ও সমুদ্র তলদেশের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরিই আলট্রা-ম্যারাথনের লক্ষ্য।

এই আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও কক্সবাজার জেলা প্রশাসন।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *