রাত ৪:২১ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখুন: মুরাদ

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২৫

 

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, মানুষের ভরসার স্থল। দেশপ্রেমিক এই বাহিনীকে বিতর্কিত করা চেষ্টা করা হলে দেশ ও জাতির জন্য মঙ্গল হবে না। সেনাবাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।
আজ রবিবার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। শ্রীরামপুর বাজার মাঠে এই ইফতার মাহফিল হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী জুলাই আন্দোলনের ক্রান্তিকালের সময় এগিয়ে না এলে আরও হাজার হাজার লাশ পড়ত, কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতো না। এটা ভুলে গেলে চলবে না।
তিনি বলেন, ৫ আগস্টের পর পুরো দেশ যখন স্থবির হয়ে পড়েছিল তখন এই সেনাবাহিনী মানুষের নিরাপত্তা দিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভ্রোমত্ব ও গণতন্ত্র রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্বৈরাচার হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানান মুরাদ। তিনি বলেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্বেও দেবনে তিনি। তারেক রহমান পতিত স্বৈরাচার ও তার দোসরা যাতে রাজনীতিতে ফিরতে না পারে সেই ডাকও দিয়েছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

মুরাদ বলেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রশাসন থেকে শুরু করে ব্যবসা–বাণিজ্য সর্বক্ষেত্রে আওয়ামী লীগের লোকেরা এখনো ভালো অবস্থানে আছেন। এই সব দোসরেরা এখন দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। হত্যা মামলার আসামিও হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না।

স্থানীয় একটি স্কুলের সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লোকমান হোসেন, জালাল উদ্দীন, এবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম, জাহিদুল ইসলা, মোহাম্মদ আলাল, মোশাররফ হোসেন প্রমুখ।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *