ভোর ৫:৪৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশকে অন্ধকারে নেওয়ার চক্রান্ত হচ্ছে : ১২ দলীয় জোট

 

 

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৪

 

১৫ আগস্ট ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে হীন পাঁয়তারা, প্রোপাগান্ডা চলছে তা কঠোর হস্তে দমন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে উদাত্ত আহ্বান জানিয়েছেন ১২ জোটের শীর্ষ নেতারা।

জোটের শীর্ষ নেতারা বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে পতিত স্বৈরাচার দেশকে আবারও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে সচেতন ও সজাগ থাকতে হবে।

১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে এ সব বলা হয়।

নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো গতানুগতিক সরকার নয়। ছাত্র-জনতার রক্ত ঝরা বিপ্লবের মাধ্যমে সমগ্র জাতির অংশগ্রহণে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই রক্তাক্ত গণঅভ্যুত্থানের ফসল এ সরকার। আমাদের উদাত্ত আহবান প্রতি বিপ্লবের শিকড় শুরুতেই উৎপাটন করতে হবে ।

এই মুহূর্তে দেশ রক্ষায় ন্যূনতম নমনীয়তা দেখানো যাবে না। গণহত্যার বহু মদদদাতা ও গণহত্যায় সরাসরি অংশ নেওয়া অনেকেই বহাল তবিয়তে অবস্থান নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

নেতারা আরও বলেন, স্বৈরাচার হাসিনার ছেলে সজীব ওয়াজেব জয়ের বক্তব্য ও ভিডিও ক্লিপ প্রচার অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার নির্দেশদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে মামলা করতে হবে। নেতারা বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের দেশ রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুর রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *