রাত ৮:১৪ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দুবাইয়ে সব বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫

দুবাইয়ের সব বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সেখানের নলেজ ও হিউম্যান ডেভলপমেন্ট অথরিটি (কেএইচডিএ) এই নতুন নিয়ম চালু করেছে। বলা হয়েছে, দুবাইয়ের সব বেসরকারি স্কুল ও শৈশব কেন্দ্রগুলোতে ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের আরবি ভাষা শিক্ষা দিতে হবে।

কেএইচডিএ জানিয়েছে, প্রথম ধাপে চার থেকে ছয় বছর বয়সী শিশুদের এই নীতির আওতায় নিয়ে আসা হবে। আসন্ন বছরগুলোতে আরও নতুন ধাপ ঘোষণা করা হবে।

এই নীতিমালাটি শিশুদের ছোটবেলা থেকেই আরবি ভাষার দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি আরবি শেখাকে মজাদার ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে তোলাও এর লক্ষ্য।

কেএইচডিএ-এর শিক্ষা মান নিশ্চিতকরণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ফাতমা বেলরেহিফ বলেন, আরবি হলো সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু এবং আমাদের সকল শিশুদের শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা অপরিহার্য।

তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল আমিরাত ও আরবি ভাষাভাষী শিশুদের জন্য নয়, বরং অ-স্থানীয় ভাষাভাষী শিশুদের জন্যও ছোটবেলা থেকেই সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি এবং ঐতিহ্যের সমৃদ্ধি অনুভব করানো। এটি তাদের বসবাসকারী দেশের সঙ্গে একটি শক্তিশালী সংযোগ গড়ে তুলতে সাহায্য করবে।

এই নতুন নিয়ম সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। তবে শিক্ষাবর্ষের ভিন্নতার কারণে অনেক প্রতিষ্ঠানে ২০২৬ সালের এপ্রিলেও কার্যকর হতে পারে।

 

 

সূত্র: গাল্ফ নিউজ/ জা ই / এনজি

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *