রাত ২:৪৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দুই-এক বছর ক্ষমতায় থেকে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে : ভিপি নুর

দুই-এক বছর ক্ষমতায় থেকে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে : ভিপি নুর

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪

 

বর্তমান সরকার দুই-এক বছর ক্ষমতায় থেকে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর)।

বুধবার বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

নুর বলেন, আমার সব আত্মীয়স্বজন গলাচিপা-দশমিনায়, তাই আগামী নির্বাচনে আমি পটুয়াখালী-৩ আসন থেকে অংশ নিতে চাই।

ভিপি নুর বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জনগণের জন্য কাজ করতে হবে। ওসি, ইউএনও, ডিসি ও এসপি হোক যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দেন নুর। গত ১৫ বছরে অনেকে আওয়ামী লীগের গোলামি করেছে। কেউ কোনো রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।

নুর বলেন, ইতোমধ্যে দশমিনার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ এসেছে। যদি সেটা সত্যি হয় তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. লিয়ার।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *