রাত ৪:৩৫ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দায়িত্ব নিয়েই বিপ্লবে আহতদের খোঁজ নিলেন নিউরোসায়েন্সের পরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫

 

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েই অভ্যুত্থানে আহতদের খোঁজ নিয়েছেন অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিউরোসায়েন্স হাসপাতালে যোগদান করেন। এরপরই হাসপাতালে ভর্তি জুলাই বিপ্লবে আহত দুজনকে দেখতে যান।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে হাসপাতালটিতে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিভিন্ন আয়োজন করলেও কাজী গিয়াস উদ্দিন আহমেদ যোগদান করার পরই হাসপাতালে ভর্তি জুলাই বিপ্লবে আহত দুজন দেখতে যান। তিনি তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন। তিনি তাদের চিকিৎসার ব্যাপারে কিছু পরামর্শ দেন। তাদের কোনো সমস্যা হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এসময় কাজী গিয়াস উদ্দিন আহমেদ বলেন, জুলাই গণবিপ্লবের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণ-বিপ্লবের কারণেই আজকে দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। এ আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আহতদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। নিউরোসায়েন্স হাসপাতাল বিপ্লবের আহতদের জন্য সব সময় পাশে থাকবে।

তিনি বলেন, নিউরোসায়েন্স হাসপাতাল শুধু দেশে নয় বিদেশেও নিউরোসায়েন্সেস চিকিৎসায় একটি রোল মডেল। এ হাসপাতালটি যেন আরও উন্নত হতে পারে আমার প্রশাসনের সে চেষ্টায় থাকবে।

এর আগে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে নিনসের পরিচালক হিসেবে কাজী দীন মোহাম্মদকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় নিয়োগ দেওয়া হয় অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদ। কাজী গিয়াস উদ্দিন আহমেদ দীর্ঘ ছয় বছর ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *