জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ জুলাই ২০২৪
সকাল থেকেই রাজধানী জুড়ে ভারী বৃষ্টিপাত। সেই বৃষ্টির মাঝেই আজ (শুক্রবার) পল্টন ময়দানে ফোর এ সাইড রাগবি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পানির মধ্যেই হয়েছে রাগবি উৎসব। আবার, বৈরী পরিস্থিতির মধ্যে বিকেলে বাফুফে-ও সিনিয়র ডিভিশন লিগের ম্যাচ আয়োজন করেছে।
রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মওসুম আলী বলেন, ‘বিশ্বে রাগবি অত্যন্ত জনপ্রিয় হলেও বাংলাদেশে নয়। বৃষ্টি রাগবির প্রতিবন্ধকতা নয়, সেটা আজকের খেলার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো।’
রাগবি ফেডারেশন বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে। আজ ফোর এ সাইড দিনব্যাপী প্রতিযোগিতা হয়েছিল মাস্টার দা সূর্যসেনের নামে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এসআর রাগবি ক্লাব। রাগবি ফেডারেশন সামাজিক অনেক কর্মকাণ্ডেই অংশগ্রহণ করে। করোনার সময় এই ফেডারেশনের কর্মকাণ্ড এতটাই প্রশংসিত হয়েছিল যে, সামাজিক স্বীকৃতিও এসেছিল একটি ব্যাংক থেকে।
এএইচএস/ এনজি