রাত ১০:৫২ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তিন ম্যাচ হারের পর জয়ে ফিরলো হামজার শেফিল্ড ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫

 

কভেন্ট্রি সিটির বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল শেফিল্ড ইউনাইটেড। এরপর টানা তিন ম্যাচে হার। অক্সফোর্ড ইউনাইটেডের কাছে ১-০, মিলওয়ালের কাছেও ১-০ এবং প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরেছে তারা। অবশেষে জয়ের দেখা মিললো হামজা চৌধুরীর দলের। শুক্রবার রাতে কার্ডিফ সিটিকে তারা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কার্ডিফের এক ফুটবলার একেবারে ফাঁকায় একটি বল পেয়ে গিয়েছিলো। সামনে গোলরক্ষক ছাড়া আর কেউ নেই।

সেই ফুটবলার বল নিয়ে এগিয়ে প্রায় বক্সে ঢুকে পড়েছিলেন। অনেক দূর থেকে দৌড়ে এসে হামজা চৌধুরী এমন ট্যাকল করলেন, যাবে পেনাল্টি না হয় এবং দলকে গোল থেকে বাঁচাতে পারেন। দু’টোতেই সফল হামজা।

শেফিল্ডের হয়ে এই ম্যাচে গোল করেন ৩৩তম মিনিটে গুস্তাভো হ্যামার এবং ৮৭তম মিনিটে বেন ব্রেরেটন দিয়াজ গোল করে শেফিল্ডের জয় নিশ্চিত করেন।

এ জয়ে ৪৩ ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে অবস্থান করছে শেফিল্ড ইউনাইটেড। সমান ম্যাচে ৯১ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে বার্নলে এবং শীর্ষে রয়েছে লিডস ইউনাইটেড। লিগে এখনও তিন রাউন্ড করে ম্যাচ বাকি রয়েছে। যেখানে শেফিল্ড মুখোমুখি হবে বার্নলে, স্টোকসিটি ও ব্ল্যাকবার্ন রোবার্সের বিপক্ষে।

 

 

জ উ / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *