সকাল ৮:৪৯ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তাহসানের বিয়ের দিনে, যা করছেন মিথিলা

বিনোদন ডেস্ক

০৪ জানুয়ারি ২০২৫

 

 

 

জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর ছড়িয়েছে। গণমাধ্যমে খরবেবলা হয়েছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান।

আজ শনিবার সকাল ১১টা ২০ মিনিটে তাহসান বিয়ের খবর নিশ্চিতও করেছেন। বিয়ের বিষয়টি জানিয়ে বলেন, হ্যাঁ বিয়ের খবরটা সত্যি। একটা ঘরোয়া আয়োজনের মধ্যেই বিয়েটা করেছি, সেখানে এ ছবিগুলো তোলা। তবে আমি বিস্তারিত একটু পরে জানাতে চাই।

শনিবার সকাল থেকেই সামাজিক পাতায় তাহসান ও রোজার ঘরোয়া আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে।

এমন খববের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে অন্তর্জালে একটি মিরব সেলফির ডে আপলোড করেছেন। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পরও অন্তর্জালে সে সময় তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন।

২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। এরপর এই দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *