রাত ১:৩০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৪

 

 

তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী বাকশালি অপশক্তি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়েছিল। এসব মামলা প্রত্যাহার করে বাংলাদেশে ফিরে আসা নির্বিঘ্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডাঃ ইরান বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একটি অপশক্তি ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। ৫ আগষ্ট খুনী হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো সক্রিয় ভাবে প্রশাসনে ও আইনাঙ্গনে চেয়ারে চেয়ারে বসে আছে। ডক্টর ইউনুস আড়াইমাস রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তারেক রহমান সহ বিগত ১৭ বছরের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে গড়িমসি করেছে। তাই অবিলম্বে দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনতে হবে।

জিসাস সভানেত্রী নাহিদ গুলনার ইভার সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, জেদ্দা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জিসাসের সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রমুখ।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *