রাত ৪:৫৫ | শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তামিম ইস্যুতে দুঃখপ্রকাশ সেই চিকিৎসকের

ক্রীড়া প্রতিবেদক
২৮ মার্চ ২০২৫

 

চার দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। গত সোমবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আরও দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গতকাল তামিমের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে দুপুরে এক সংবাদ সম্মেলন করে এভারকেয়ারের দুই চিকিৎসক। এদিন হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার তামিমের ধূমপান ইস্যুতে খোলামেলা কথা বলে বসেন। পরে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে যা নিয়ে চলে আলোচনা সমালোচনা।

এদিকে আজ শুক্রবার দুপুর নাগাদ হাসপাতাল থেকে নিজ বাসায় গিয়েছেন তামিম। হাসপাতাল ছাড়ার পরে অবশ্য আজ আরেকটি সংবাদ সম্মেলন করেন হাসপাতালের দুই চিকিৎসক। সেখানে গতকাল তামিমকে নিয়ে সরাসরি করা ধূমপান মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সেই চিকিৎসক।

তিনি বলেন, ‘তামিমের শারীরিক অবস্থা বর্ণনা দিতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ আসছে। এবং তামিমের নামটা ভুল বসত সংযুক্ত করার জন্য আমি দুঃখিত।’

এর আগে গতকাল চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার বলছিলেন, ‘তার রিস্ক ফ্যাক্টরগুলোয় ঝুঁকি থাকবে। তামিম ধূমপায়ী। তাকে ধূমপান ছাড়তে হবে। ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না। সে বলছিল ভেপের কথা। আমি বলেছি, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যানসারের ঝুঁকি থাকে। তারপর সে বুঝল। তামিম সিগারেট খেতে চাচ্ছে। আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না।’

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *