সকাল ১১:৩৬ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

তরুণদের মেন্টরিং করবেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিনিয়র নেতারা

এনজি ডেস্ক
১৯ মার্চ ২০২৫

 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তরুণ নারী শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং নেতৃত্বের দক্ষতা গড়ে তোলার জন্য একটি মেন্টরশিপ উদ্যোগ শুরু করেছে। এই প্রোগ্রামের আওতায় ব্যাংকের ২৫ জন সিনিয়র নারী নেতা ২৫ জন মেধাবী জাগো ফাউন্ডেশনের স্নাতক শিক্ষার্থীকে এক বছরের জন্য মেন্টরিং করবেন। তারা এসব শিক্ষার্থীর ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের পথে দিকনির্দেশনা দেবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) বিটপি দাস চৌধুরী বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বিভিন্নভাবে আমাদের সহকর্মীদের সমাজের কল্যাণে অবদান রাখতে উৎসাহিত করে। ব্যাংকটি এর জন্য বেতনসহ স্বেচ্ছাসেবী ছুটি এবং কর্মীদের নানান সুযোগ-সুবিধা দিচ্ছে। এই মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে আমাদের সিনিয়র নেতারা তাদের দক্ষতা ও জ্ঞান তরুণীদের সঙ্গে শেয়ার করবেন। যাতে তারা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন এবং নিজেদের মেধা সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড তরুণদের শিক্ষা, উপার্জন এবং বেড়ে ওঠার সুযোগ তৈরি করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব করপোরেট কাভারেজ এবং বাংলাদেশ ডিআই কাউন্সিলের স্পন্সর এনামুল হক বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের নতুন মেন্টরশিপ প্রোগ্রাম শুরু করতে পেরেছি, যা আমাদের মেন্টিজদের ক্ষমতায়ন ও অনুপ্রেরণা জোগাতে তৈরি করা হয়েছে। মেন্টিজরা যদি সক্রিয়ভাবে তাদের মেন্টরদের সঙ্গে যুক্ত থাকেন, দিকনির্দেশনা নেন এবং নতুন শিক্ষার সুযোগ গ্রহণ করেন, তাহলে তারা তাদের সম্পূর্ণ সুপ্ত প্রতিভা কাজে লাগাতে পারবেন। তারা পেশাগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন।

জাগো ফাউন্ডেশন ইউকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রামস) এষা ফারুক বলেন, আমাদের শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ শুধুমাত্র ক্যারিয়ার গাইডেন্স নয়- এটি আত্মবিশ্বাস, আশা এবং অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ উৎস। অভিজ্ঞ নারী নেতাদের সঙ্গে এই মেধাবী তরুণদের সংযুক্ত করার মাধ্যমে আমরা এমন সুযোগ সৃষ্টি করছি, যা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে তাদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে সহায়তা করবে।

মেন্টরশিপ ও কোচিংয়ে পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড কান্ট্রি হেড (এইচআর) খায়রুন এন হক। সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের পার্টনারশিপ ডেভেলপমেন্ট লিড তানভীর মোরশেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নিয়মিত যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং বাস্তবমুখী দিকনির্দেশনার মাধ্যমে মেন্টরশিপ প্রোগ্রামটি তরুণ নারীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়াও নেতৃত্বের দক্ষতা বিকাশে এবং মূল্যবান ক্যারিয়ার সংক্রান্ত জ্ঞান অর্জন করতে সহায়তা করবে। এই উদ্যোগ স্ট্যান্ডার্ড চার্টার্ডের নারীদের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগী হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ১২০ বছর ধরে দেশের উন্নয়ন গল্পে গভীরভাবে জড়িত। স্ট্যান্ডার্ড চার্টার্ড টেকসই উন্নয়ন এবং স্থিতিস্থাপক সম্প্রদায় গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকটির কমিউনিটি উদ্যোগগুলো পরিবেশ, কৃষি এবং স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিস্তৃত। এর বৈশ্বিক ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘ফিউচারমেকার্স’ বাংলাদেশের যুবদের শিক্ষা, কর্মসংস্থানযোগ্য দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করছে।

 

টি আই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *