নিজস্ব প্রতিবেদক
১৮ ডেসেম্বর ২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ও হাসপাতালের উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ. এস. এম. মনিরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কায়সার আহমেদ। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসার ডা: মাহমুদুর রহমান, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট চেয়ারম্যান, একুশে পদক প্রাপ্ত প্রফেসার ডা: কাজী কামরুজ্জামান প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট উপদেষ্টা কাজী হাবিবুর রহমান।
এছাড়া বিজয় দিবস ভিক্তিক আলোচনা করেন শিক্ষার্থীরা। সভার শুরুতে বিজয় দিবস উপলক্ষে প্রামান চিত্র দেখানো হয়।
সভায় প্রধান অতিথি কায়সার আহমেদ বলেন, আমাদের সবাইকে দেশ রক্ষার জন্য এক সঙ্গে কাজ করতে হবে। আর দেশ গড়ার হাতিয়ার এদেশের শিক্ষক ও ছাত্র।
সভাপতি হিসেবে অধ্যাপক ডা: এ.এস. এম. মনিরুল আলম বলেন, আমাদের পড়াশুনার পাশাপাশি দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে ।
আলোচনা সভা শেষে ‘স্বাধীনতা আমার’ বিষয়ে রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা একুশে পদক প্রাপ্ত প্রফেসার ডা: কাজী কামরুজ্জামান চেয়ারম্যান ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট, কাজী হাবিবুর রহমান, উপদেষ্টা ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট।
জা ই / এনজি